ওকাপ মিডিয়া ফেলোশিপ পেলেন ডেইলি স্টারের মো. আব্বাস

অভিবাসীদের নিয়ে কাজের স্বীকৃতি হিসেবে দ্য ডেইলি স্টারের স্টাফ রিপোর্টার মো. আব্বাসসহ চার সাংবাদিককে ফেলোশিপ দিয়েছে অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম (ওকাপ)।

জলবায়ু পরিবর্তন, অভিবাসন ও আধুনিক দাসত্ব নিয়ে আজ মঙ্গলবার রাজধানী ঢাকার একটি হোটেলে আয়োজিত আলোচনা সভায় অভিবাসন খাতের সাংবাদিকদের মধ্যে চারটি ফেলোশিপ পুরস্কারের ক্রেস্ট তুলে দেওয়া হয়।

সংবাদপত্র (ইংরেজি) ক্যাটাগরিতে ডেইলি স্টারের স্টাফ রিপোর্টার আব্দুল্লাহ মো. আব্বাস পুরস্কার গ্রহণ করেন। সংবাদপত্র (বাংলা) ক্যাটাগরিতে ফেলোশিপ পেয়েছেন প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক মো. মহিউদ্দিন। এছাড়া, টেলিভিশন ক্যাটাগরিতে ডিবিসি নিউজের সিনিয়র রিপোর্টার তাহসিনা সাদেক ও অনলাইন ক্যাটাগরিতে জাগোনিউজের স্টাফ রিপোর্টার রায়হান আহমেদ ফেলোশিপ পেয়েছেন।

নিরপেক্ষ জুরি বোর্ডের মাধ্যমে বিভিন্ন গণমাধ্যমকর্মীদের আবেদন থেকে প্রতিযোগিতার ভিত্তিতে চারজনকে বেছে নেওয়া হয়েছে বলে জানানো হয় অনুষ্ঠানে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইউএন উইং ইকোনমিক রিলেশন বিভাগের অতিরিক্ত সচিব ও উইং প্রধান একেএম সোহেল, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের সহযোগী অধ্যাপক ও ফেলোশিপ জুরি বোর্ডের সদস্য মো. আবদুল মালেক, ওকাপের চেয়ারপারসন শাকিরুল ইসলাম, ওকাপের নির্বাহী পরিচালক ওমর ফারুক চৌধুরী প্রমুখ।

Comments

The Daily Star  | English

Remittance rose 9% in August

However, August’s inflow was 2.22 percent lower than the previous month

1h ago