জমি বিক্রি করে বিদেশে গেছেন ২৫ শতাংশ শ্রমিক: ওকাপ

জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত হয়ে অনেকে এলাকা ছেড়ে অন্যত্র চলে যান। দেশের ভেতরে ঢাকা, চট্টগ্রাম ও খুলনায় যান কেউ কেউ। অনেকে বিদেশে যান অবস্থার উন্নতি ঘটাতে।

বিদেশে অভিবাসনের ক্ষেত্রে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার মানুষ গড়ে খরচ করেছেন চার লাখ ৬১ হাজার ২২০ টাকা। এর মধ্যে ২৫ শতাংশ টাকা সংগ্রহ করেছেন জমি বিক্রি করে, আর ১৮ শতাংশ নিয়েছেন চড়া সুদের ঋণ।

জলবায়ু পরিবর্তন, অভিবাসন ও আধুনিক দাসত্ব নিয়ে রাজধানী ঢাকার একটি হোটেলে আয়োজিত আলোচনা সভায় গবেষণা প্রতিবেদনের এই তথ্য তুলে ধরা হয়।

প্রতিবেদনটি গত মাসে অনলাইনে প্রকাশিত হলেও আজ মঙ্গলবার আবার তুলে ধরা হয়।

ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের আর্থিক সহায়তায় গবেষণাটি করেছে তৃণমূল অভিবাসীদের সংগঠন অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম (ওকাপ)।

জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত দুই জেলা—পিরোজপুরের মঠবাড়িয়া ও সিলেটের গোয়াইনঘাট এলাকার ওপর বিভিন্ন ধাপে গবেষণাটি করা হয়েছে। এর মধ্যে ৬৪৮ জনের ওপর জরিপ চালানো হয়েছে।

এছাড়া বিভিন্ন গোষ্ঠীর সঙ্গে আলাদা করে ১৮টি বৈঠকে আলোচনা হয়েছে। অভিবাসী শ্রমিকদের মধ্যে ২৭ জনের বিস্তারিত সাক্ষাৎকার নেওয়া হয়েছে। স্থানীয় প্রতিনিধি ও জাতীয় পর্যায়ের বিশেষজ্ঞ মিলে ১৭ জনের সাক্ষাৎকার নেওয়া হয়েছে গবেষণায়।

ওকাপের গবেষণা প্রতিবেদনে আধুনিক দাসত্বের নানা নমুনা পাওয়া গেছে। এর মধ্যে আছে শ্রমিকদের বেতন কম দেওয়া, বেতন বন্ধ রাখা, শারীরিক-মানসিক নির্যাতন, চলাফেরায় বিধিনিষেধ দিয়ে রাখা।

গবেষণা প্রতিবেদন বলছে, দাসত্বের নমুনার মধ্যে অন্তত একটির মুখোমুখি হয়েছেন ৯৯ শতাংশ শ্রমিক। আর আধুনিক দাসত্বের নমুনার মধ্যে পাঁচটির বেশি আচরণ মোকাবিলা করেছেন ৮১ শতাংশ শ্রমিক।

অভিবাসন খাতের সাংবাদিকদের মধ্যে চারটি ফেলোশিপ পুরস্কারের ক্রেস্ট তুলে দেওয়া হয় অনুষ্ঠানে।

এতে সংবাদপত্র (বাংলা) ক্যাটাগরিতে ফেলোশিপ পেয়েছেন প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক মো. মহিউদ্দিন। এছাড়া সংবাদপত্র (ইংরেজি) ক্যাটাগরিতে ডেইলি স্টারের স্টাফ রিপোর্টার আব্দুল্লাহ মো. আব্বাস, টেলিভিশন ক্যাটাগরিতে ডিবিসি নিউজের সিনিয়র রিপোর্টার তাহসিনা সাদেক ও  অনলাইন ক্যাটাগরিতে জাগোনিউজের স্টাফ রিপোর্টার রায়হান আহমেদ ফেলোশিপ পেয়েছেন।

নিরপেক্ষ জুরি বোর্ডের মাধ্যমে বিভিন্ন গণমাধ্যমকর্মীদের আবেদন থেকে প্রতিযোগিতার ভিত্তিতে চারজনকে বেছে নেওয়া হয়েছে বলে জানানো হয় অনুষ্ঠানে।

এতে বক্তব্য রাখেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইউএন উইং ইকোনমিক রিলেশন বিভাগের অতিরিক্ত সচিব ও উইং প্রধান একেএম সোহেল, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের সহযোগী অধ্যাপক ও ফেলোশিপ জুরি বোর্ডের সদস্য মো. আবদুল মালেক, ওকাপের চেয়ারপারসন শাকিরুল ইসলাম, ওকাপের নির্বাহী পরিচালক ওমর ফারুক চৌধুরী প্রমুখ।

গবেষণা প্রতিবেদনটি উপস্থাপন করেন ওকাপের গবেষণা ম্যানেজার উর্মি জাহান।

Comments

The Daily Star  | English

Over 100 injured in overnight clashes between CU students, locals

About 20 people were sent to Chattogram Medical College Hospital in critical condition

32m ago