ট্রাম্প-পুতিন ফোনালাপের পর রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি বিমান হামলা

ইউক্রেনের আকাশে ড্রোন স্ক্যান করা হচ্ছে। ছবি: রয়টার্স

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ৩০ দিনের যুদ্ধবিরতির জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করার কয়েক ঘণ্টা পরই একে অপরের বিরুদ্ধে বিমান হামলা শুরু করেছে রাশিয়া ও ইউক্রেন।

এতে উভয় দেশেরই অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে বিবিসি।

গতকাল ট্রাম্পের সঙ্গে ফোনালাপে কেবল জ্বালানি অবকাঠামোতে হামলা বন্ধে ইতিবাচক সাড়া দিয়েছেন পুতিন।

তবে পুতিন বলেন যে, ইউক্রেনের মিত্ররা সামরিক সহায়তা দেওয়া বন্ধ করলেই কেবল পূর্ণ যুদ্ধবিরতি কার্যকর হবে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, গত রাতের হামলায় সুমির একটি হাসপাতালসহ 'বেসামরিক অবকাঠামো' ক্ষতিগ্রস্ত হয়েছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা ৫৭টি ইউক্রেনীয় ড্রোন প্রতিহত করেছে। রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় অঞ্চল ক্রাসনোদারের কর্মকর্তারা বলেছেন, ইউক্রেনের ড্রোন হামলায় একটি তেলের ডিপোতে আগুন ধরে যায়।

এদিকে, রাশিয়া ও ইউক্রেন আজ ১৭৫ বন্দি বিনিময়ে সম্মত হয়েছে। 

 

Comments

The Daily Star  | English

Divisions widen over July Charter’s status, implementation

Major political parties are divided over the July Charter’s implementation timeline

10h ago