বিমান হামলার পর গাজায় স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল

ইসরায়েল, গাজা, ফিলিস্তিন, জাতিসংঘ, হামাস,
ইসরায়েলের সঙ্গে থাকা গাজা সীমান্ত থেকে ট্যাঙ্কের মহড়া দেখা যাচ্ছে। ১৯ মার্চ, ২০২৫। ছবি: রয়টার্স

ইসরায়েলি সামরিক বাহিনী বুধবার জানিয়েছে, তারা মধ্য ও দক্ষিণাঞ্চলীয় গাজায় পুনরায় স্থল অভিযান শুরু করেছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

২০২৩ সালের অক্টোবরে ফিলিস্তিনে হামলা শুরুর পর এবারের বিমান হামলায় ৪০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। বিমান হামলার পর নতুন করে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল।

ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, তাদের অভিযানে নেটজারিম করিডোরে ইসরায়েলের নিয়ন্ত্রণ বেড়েছে।

ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস বলেছে, স্থল অভিযান ও নেটজারিম করিডোরে অনুপ্রবেশ দুই মাস ধরে চলা যুদ্ধবিরতি চুক্তির 'নতুন ও বড় লঙ্ঘন'। এক বিবৃতিতে হামাস চুক্তির প্রতি তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে ও মধ্যস্থতাকারীদের 'তাদের দায়িত্ব পালনের' আহ্বান জানিয়েছে।

জাতিসংঘ জানিয়েছে, বুধবার মধ্য গাজা সিটিতে জাতিসংঘের একটি স্থাপনায় বিমান হামলায় এক বিদেশি কর্মী নিহত ও পাঁচ শ্রমিক আহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এই হামলার জন্য ইসরায়েলকে দায়ী করেছে। তবে ইসরায়েল এটি অস্বীকার করে বলেছে, তাদের হামলা হামাসের একটি সাইটে আঘাত হেনেছে।

জাতিসংঘের অফিস ফর প্রজেক্ট সার্ভিসেসের নির্বাহী পরিচালক জর্জ মোরেইরা দা সিলভা বলেন, এখানে যে জাতিসংঘের কর্মীরা থাকে, কাজ করে—এটা ইসরায়েলের জানা ছিল। কারণ এটি খুবই পরিচিত একটি জায়গা।

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের আহ্বান জানিয়েছেন এবং জাতিসংঘের কর্মীদের ওপর হামলার নিন্দা জানিয়েছেন। এক বিবৃতিতে তিনি বলেন, 'এই হামলায় ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় নিহত জাতিসংঘের কর্মীর সংখ্যা কমপক্ষে ২৮০ জনে দাঁড়িয়েছে।'

Comments

The Daily Star  | English

Interim govt committed to returning power to people: CA

"We are also working hard to hold a free, fair, and transparent election in February 2026 — so that power is handed over to the true representatives of the people," Yunus said.

10m ago