দাগির প্রথম গানে নিশো–তমার প্রেমের গল্প

এবারের ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে দাগি। সিনেমাটির প্রথম গান আজ বৃহস্পতিবার বিকেলে প্রকাশিত হয়েছে।
'একটুখানি মন' শিরোনামের গানটি গেয়েছেন তাহসান খান ও মাশা ইসলাম। শিহাব শাহীন পরিচালিত এ সিনেমার রোমান্টিক এই গানের কথা লিখেছেন সাদাত হোসাইন, সুর ও সংগীত পরিচালনা করেছেন সাজিদ সরকার।
গানটিতে বলা হয়েছে নিশান–জেরিনের ভালোবাসার গল্প। এ দুটি চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো ও তমা মির্জা।
গানটি নিয়ে কণ্ঠশিল্পী মাশা ইসলাম বলেন, 'সবাই চাচ্ছিল গানটিতে যেন আমি কণ্ঠ দিই। আমিও ভাবলাম, গানটি ঠিকমতো রেকর্ড করে দেখি কী হয়। প্রথমে শুনেই গানটির সুর খুব ভালো লেগেছে, তাছাড়া ঈদের সিনেমার গান এটি। সব মিলিয়ে আমারও আগ্রহ ছিল। চেষ্টা করেছি সেরাটা দিয়ে কাজটি করার।'
সুরকার ও সংগীত পরিচালক সাজিদ সরকার বলেন, 'আমরা একটা সুন্দর রোমান্টিক গান করতে চেয়েছি। সাদাত হোসাইন দারুণ লিখেছেন। শব্দের নিজস্ব একটা অনুভূতি আছে। সেটাকে শ্রোতাদের কাছে আরও প্রাণবন্ত করে তোলাটাই ছিল আমার কাজ।'
এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড এবং চরকি প্রযোজিত সিনেমাটিতে অভিনয় করেছেন সুনেরাহ বিনতে কামাল, শহীদুজ্জামান সেলিম, গাজী রাকায়েত, মিলি বাশার, রাশেদ মামুন অপু।
Comments