লেবাননে ইসরায়েলের হামলায় নিহত ৮

দক্ষিণ লেবাননে আর্টিলারি ও বিমান হামলা চালিয়েছে ইসরায়েল।
দক্ষিণ লেবাননের মারজায়ুন থেকে দেখা যাচ্ছে ইসরায়েলি হামলার পর তাইবেহ থেকে ধোঁয়া উড়ছে। ২২ মার্চ, ২০২৫। ছবি: রয়টার্স

দক্ষিণ লেবাননে আর্টিলারি ও বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। শনিবার ইসরায়েলের এ হামলায় অন্তত আটজন নিহত হয়েছেন।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে এক বছর ধরে চলা যুদ্ধবিরতির মধ্যে এই হামলা চালাল ইসরায়েল।

ইসরায়েল দাবি করেছে, তারা সীমান্তের ওপার থেকে ছোড়া রকেট প্রতিহত করেছে।

তবে ইসরায়েলের দাবি অস্বীকার করে হিজবুল্লাহ বলেছে, রকেট ছোড়ার সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই এবং তারা যুদ্ধবিরতিতে প্রতিশ্রুতিবদ্ধ আছে।

অন্য কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি।

ইসরায়েলের এক কর্মকর্তা জানিয়েছেন, রকেট নিক্ষেপকারী গোষ্ঠীর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। ছয়টি রকেট ছোড়া হয়েছে বলে জানিয়েছেন ওই কর্মকর্তা, যার মধ্যে তিনটি ইসরায়েলে প্রবেশের পর প্রতিহত করা হয়।

লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা স্বাস্থ্য কর্তৃপক্ষের বরাত দিয়ে জানিয়েছে, ইসরায়েলি বাহিনীর দুটি হামলায় বিনতে জাবিল ও তুলিনে তিনজন এবং দক্ষিণ লেবাননের বন্দর নগরী টায়ারে পাঁচজন নিহত হয়েছেন।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পররাষ্ট্রনীতি বিষয়ক উপদেষ্টা ওফির ফক রয়টার্সকে বলেন, 'আমরা আশা করছি লেবানন চুক্তিতে তার অংশের প্রতি গুরুত্ব দেবে। যুদ্ধবিরতি কার্যকর করতে এবং আমাদের বেসামরিক নাগরিকরা যেন নিরাপদে ও সুরক্ষিতভাবে ঘরে ফিরতে পারে তা নিশ্চিত করতে আইডিএফ যা কিছু করা দরকার তা করবে।'

Comments

The Daily Star  | English

Bangladeshis worry amid US immigration crackdown

The United States has deported at least 31 Bangladeshis after President Donald Trump took a tough immigration policy.

6h ago