দীর্ঘদিন পর বিটিভির একক সঙ্গীতানুষ্ঠানে বেবী নাজনীন

দীর্ঘদিন পর বিটিভির একক সঙ্গীতানুষ্ঠানে থাকছেন বেবী নাজনীন। ছবি: সংগৃহীত
দীর্ঘদিন পর বিটিভির একক সঙ্গীতানুষ্ঠানে থাকছেন বেবী নাজনীন। ছবি: সংগৃহীত

দুই দশক পর বিটিভির ঈদের একক সঙ্গীতানুষ্ঠানের অংশ নেবেন নন্দিত শিল্পী বেবী নাজনীন।

'প্রিয়তম একটু শোনো' শিরোনামের একক সঙ্গীতানুষ্ঠানটিতে মোট আটটি গান থাকছে।

তালিকায় রয়েছে  'দু চোখে ঘুম আসে না', 'কাল সারারাত', 'মধুচন্দ্রিমা এই রাতে', 'সারা বাংলায় খুঁজি তোমারে', 'দারুণও বরষায় নদী', 'প্রিয়তম একটু শোনো' ও 'বন্ধু তুমি কই'।

পাশাপাশি 'খোলা হাটের বালুচরে' শিরোনামে একটি আঞ্চলিক বিয়ের গানও রেকর্ড করা হয়।

অনুষ্ঠানে বৈচিত্র্য আনতে কবিরুল ইসলাম রতনের পরিচালনায় তিনটি গানে আলাদাভাবে কোরিওগ্রাফি করা হয়েছে। অনুষ্ঠানটির নির্বাহী প্রযোজনার দায়িত্বে আছেন আফরোজা সুলতানা।

বেবী নাজনীন বলেন, 'ঈদ উৎসব আনন্দময় করে তুলতেই দর্শক-শ্রোতার প্রিয় কিছু গান দিয়ে অনুষ্ঠানটি সাজানো হয়েছে। নির্মাণেও আছে নান্দনিকতার ছাপ। সব মিলিয়ে অনুষ্ঠানটি অনেকের ভালো লাগবে বলেই আশা করছি। বিটিভি শুধু রাষ্ট্রীয় টিভি চ্যানেলই নয়, সেই সঙ্গে বহু শিল্পী ও তারকার আঁতুড়ঘর। একজন শিল্পী হিসেবে জাতীয় গণমাধ্যমে গাইতে না পারার কষ্ট কেমন, তা দুই দশক ধরে উপলব্ধি করেছি। প্রত্যেক শিল্পী যেন স্বাধীনভাবে প্রচার মাধ্যমগুলোয় নিজস্ব সৃষ্টি ও প্রতিভা তুলে ধরার যেন সুযোগ পান।'

বেবী নাজনীনের উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে—'এলোমেলো বাতাসে উড়িয়েছি শাড়ির আঁচল', 'কাল সারা রাত ছিল স্বপনেরও রাত', 'দু চোখে ঘুম আসে না', 'মানুষ নিষ্পাপ পৃথিবীতে আসে', 'ওই রংধনু থেকে', 'পত্রমিতা', 'মরার কোকিলে', 'আর কতদিন' এবং 'লোকে বলে আমার ঘরে নাকি চাঁদ উঠেছে'।

অনবদ্য গায়কীর জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ অগণিত পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি।

Comments

The Daily Star  | English

Hundreds feared dead after 6.0 magnitude earthquake strikes Afghanistan

The quake hit the Jalalabad area around midnight local time.

3h ago