পাকিস্তানের বিপক্ষে নিউজিল্যান্ডের বদলি অধিনায়কও ছিটকে গেলেন

Tom Latham

আইপিএলের কারণে নিয়মিত অধিনায়ক মিচেল স্যান্টনারকে পুরো সিরিজেই পাচ্ছে না নিউজিল্যান্ড। নেই প্রথম সারির আরও কয়েকজন। স্যান্টনারের বদলে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডেতে অধিনায়কত্ব করার কথা ছিলো টম ল্যাথামের। বদলি সেই অধিনায়কই পড়েছেন চোটে, তিনি হয়েছে তার বদলে।

ক্রিকেট নিউজিল্যান্ড জানিয়েছে,   ব্ল্যাকক্যাপস ওয়ানডে উইকেটরক্ষক ব্যাটসম্যান ল্যাথাম ডান হাতের হাড়ে চিড় ধরায় পাকিস্তানের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন। অনুশীলনে নেটে ব্যাটিং করার সময় ল্যাথামের হাতে একটি ডেলিভারি লাগে, পরে এক্স-রেতে চিড় ধরা পড়ে, যার জন্য প্লাস্টার করা হয়েছে। কমপক্ষে চার সপ্তাহ বিশ্রাম ও পুনর্বাসন প্রয়োজন হবে তার।

ব্ল্যাকক্যাপস কোচ গ্যারি স্টিড নিশ্চিত করেছেন হেনরি নিকোলস ল্যাথামের জায়গায় দলে যোগ দেবেন, বর্তমান টি-টোয়েন্টি অধিনায়ক মাইকেল ব্রেসওয়েল ওয়ানডেতেও নেতৃত্ব দেবেন, এবং মিচ হেই উইকেটরক্ষকের দায়িত্ব পালন করবেন।

৭৮ ওয়ানডে খেলা নিকোলস নিজেও ছিলেন চোটে। গত নভেম্বরে পাওয়া কাফ-স্ট্রেনের কারণে এই মৌসুমের বেশিরভাগ ম্যাচ মিস করেছেন, তবে এই মাসে তিনি তার ছয়টি ঘরোয়া ইনিংসে পাঁচটি ৫০-এর বেশি স্কোর করে ফিরে এসেছেন।

নির্বাচকরা আরও নিশ্চিত করেছেন ওপেনার উইল ইয়ং তাদের প্রথম সন্তানের জন্মের জন্য স্ত্রীর পাশে থাকাতে সিরিজের দ্বিতীয় এবং তৃতীয় ম্যাচের জন্য ছুটি পাচ্ছেন।  ইয়ং তার নিজ শহর নেপিয়ারে শনিবারের উদ্বোধনী ম্যাচটি খেলবেন, তারপরে তার জায়গায় ২৩ বছর বয়সী ক্যান্টারবেরি ব্যাটসম্যান রাইস মারিউ দলে যোগ দেবেন, যিনি ব্যাটিং কভার হিসেবে তার প্রথম ডাক পেয়েছেন।

ব্ল্যাকক্যাপস কোচ গ্যারি স্টিড আত্মবিশ্বাসী যে বদলগুলো মাননসই হবে, 'বিভিন্ন কারণে অনেক খেলোয়াড় পাওয়া যাচ্ছে না এই সিরিজে তাই একটু ফেক্সিবল হতে হয়েছে। এটি অন্যান্য খেলোয়াড়দের জন্য সুযোগ তৈরি করে দিবে।

'তিন মাসের চোট থেকে ফিরে আসার পর থেকে হেনরি ভালো ফর্মে রয়েছেন এবং তিনি দলে মূল্যবান দক্ষতা এবং অভিজ্ঞতা যোগ করবেন।'

'সিরিজের প্রাক্কালে অধিনায়ক টমকে হারানো অবশ্যই হতাশাজনক এবং আমরা তার দ্রুত সুস্থতা কামনা করি। এছাড়া আমরা উইল এবং তার স্ত্রী এলিসকে তাদের প্রথম সন্তানের জন্য আগামী সপ্তাহে শুভকামনা জানাই, যা তাদের জন্য একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সময়।'

স্টেড জানান টি-টোয়েন্টির মতন ওয়ানডেও সামাল দিতে পারবেন ব্রেসওয়েল, 'মাইকেলের হাতে দল নিরাপদ, টি-টোয়েন্টি সিরিজ জুড়ে দুর্দান্ত কাজ করেছেন।'

পরবর্তী আইসিসি ক্রিকেট বিশ্বকাপ পর্যন্ত দুই বছরের বেশি সময় বাকি থাকায়, পূর্ণ জাতীয় এবং ঘরোয়া চুক্তিতে থাকা খেলোয়াড়দের ওডিআই দল নির্বাচনে অগ্রাধিকার দেওয়া হয়েছিল।

ম্যাকলিন পার্কে শনিবারের উদ্বোধনী ম্যাচের আগে ব্ল্যাকক্যাপস ওডিআই দল বৃহস্পতিবার নেপিয়ারে একত্রিত হবে।

Comments

The Daily Star  | English

Child rape cases rise nearly 75% in 7 months

Child rape cases in Bangladesh have surged by nearly 75 percent in the first seven months of 2025 compared to the same period last year, according to data from Ain o Salish Kendra (ASK).

5h ago