নারীদের এশিয়ান কাপ বাছাইতে শক্ত গ্রুপে বাংলাদেশ

Bangladesh women's football team

আসন্ন এএফসি নারী এশিয়ান কাপ ২০২৬ বাছাইপর্বে বাংলাদেশ শক্ত গ্রুপে পড়েছে। 'সি' গ্রুপে স্বাগতিক মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের গ্রুপে আছে বাহরাইন এবং তুর্কমেনিস্তান।

আজ মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত ড্রয়ে দেখা যায় বাংলাদেশের অবস্থান। বাছাইপর্বে অংশ নিতে যাওয়া ৩৪টি দলকে আট গ্রুপে ভাগ করা হয়েছে। ছয়টি গ্রুপে আছে চারটি করে দল। পাঁচ দলের গ্রুপ করা হয়েছে দুটি।

বাছাইপর্বের আয়োজক দেশগুলো হলো কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, জর্ডান, মিয়ানমার, তাজিকিস্তান, থাইল্যান্ড, উজবেকিস্তান এবং ভিয়েতনাম।

বাংলাদেশের জন্য এই বাছাইপর্ব কঠিন চ্যালেঞ্জ হতে চলেছে। বাংলাদেশের গ্রুপে থাকা মিয়ানমার এবং বাহরাইন র‍্যাঙ্কিংয়ে এগিয়েছে আছে। এই গ্রুপে কেবল তুর্কমেনিস্তানই (১৪১তম) বাংলাদেশ (১৩৩তম) থেকে পিছিয়ে আছে।

নারীদের ফুটবলে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৫৫তম স্থানে থাকা মিয়ানমার এই গ্রুপের শীর্ষ র‍্যাঙ্কের দল,  বাহরাইন র‍্যাঙ্কিংয়ে ৯২তম স্থানে রয়েছে।

'এ' গ্রুপে ইরান, জর্ডান, লেবানন, সিঙ্গাপুর এবং ভুটান একে অপরের মুখোমুখি হবে। 'বি' গ্রুপে থাইল্যান্ড, ভারত, মঙ্গোলিয়া, পূর্ব তিমুর এবং ইরাক খেলবে। চীনা তাইপে, ইন্দোনেশিয়া, কিরগিজ প্রজাতন্ত্র এবং পাকিস্তান 'ডি' গ্রুপে লড়াই করবে।

ভিয়েতনাম, গুয়াম, সংযুক্ত আরব আমিরাত এবং মালদ্বীপ 'ই' গ্রুপে মুখোমুখি হবে। 'এফ' গ্রুপে উজবেকিস্তান, নেপাল, লাওস এবং শ্রীলঙ্কা প্রতিদ্বন্দ্বিতা করবে। 'জি' গ্রুপে ফিলিপাইন, হংকং, চীন, কম্বোডিয়া এবং সৌদি আরব এবং 'এইচ' গ্রুপে কোরিয়া প্রজাতন্ত, মালয়েশিয়া, ফিলিস্তিন এবং তাজিকিস্তান চূড়ান্ত পর্বের টিকিটের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবে।

বাছাইপর্ব ২৩ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হবে। আটটি গ্রুপ বিজয়ী ২০২৬ সালের ১ থেকে ২৬ মার্চ পর্যন্ত তিনটি আয়োজক শহরে অনুষ্ঠিতব্য চূড়ান্ত পর্বে বর্তমান চ্যাম্পিয়ন চীন, কোরিয়া প্রজাতন্ত্র এবং জাপানের সঙ্গে যোগ দেবে।

Comments

The Daily Star  | English
Anti-Terrorism Act

Banning party activities: Govt amends anti-terror law

The interim government is set to bring the curtain down on the Awami League as a functioning political party.

6h ago