ঈদের দিন কি বৃষ্টি হবে?

স্টার ফাইল ফটো

দীর্ঘ একমাস সিয়াম সাধনার পর ঈদের অপেক্ষায় থাকেন মুসলিমরা। এবারের রোজা প্রায় শেষের দিকে। আগামী ৩১ মার্চ বা ১ এপ্রিল ঈদুল ফিতর উদযাপিত হবে।

ঈদের দিন আবহাওয়া কেমন থাকবে—অনেকের মনেই ঘুরপাক খাচ্ছে এই প্রশ্ন।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, ওইদিন আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। দিন ও রাতের দিকে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। রাজশাহী, রাঙ্গামাটি, ফেনী, সীতাকুণ্ড, যশোর, বাগেরহাট ও পটুয়াখালীসহ আশপাশের এলাকাগুলোর ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তাৎক্ষণিকভাবে এই পরিস্থিতির কোনো পরিবর্তন হচ্ছে না।

আগামী সপ্তাহ পর্যন্ত সারাদেশে আবহাওয়ার উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই বলে উল্লেখ করা হয়।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বলেন, যদিও কিছুটা তাপপ্রবাহ চলছে, তবে ঈদে পরিস্থিতি অসহনীয় হওয়ার সম্ভাবনা খুব কম।

'ঈদের দিন বৃষ্টিপাতের সম্ভাবনাও কম। আগামী দিনগুলোতেও সারাদেশে বড় ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা নেই', বলেন তিনি।

এই আবহাওয়াবিদ আরও বলেন, আগামী কয়েকদিন তাপমাত্রা কিছুটা বাড়লেও পরে তা কমে স্বাভাবিকে আসবে বলে ধারণা করা হচ্ছে।

Comments