ব্যাটারদের দায়িত্ব নেওয়ার আহ্বান পাণ্ডিয়ার

আইপিএলে টানা দুই ম্যাচ হেরেছে মুম্বাই ইন্ডিয়ান্স। তবে তারপরও বিচলিত নন অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া। তবে দলের ব্যাটারদের দায়িত্ব নেওয়ার আহ্বান জানান অধিনায়ক এবং দ্রুত ঘুরে দাঁড়ানোর প্রত্যয় প্রকাশ করেন তিনি।

পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সের ব্যাটিং লাইনআপ বেশ শক্তিশালী। দলে রয়েছেন ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদব, টেস্ট ও ওয়ানডে অধিনায়ক রোহিত শর্মা এবং হার্ড-হিটিং তিলক ভার্মার মতো ক্রিকেটার। কিন্তু তারকা-সমৃদ্ধ এই দল এখনও প্রত্যাশিত পারফরম্যান্স দেখাতে পারেনি।

চেন্নাই সুপার কিংস ও গুজরাট টাইটান্সের বিপক্ষে যথাক্রমে ১৫৫ ও ১৬০ রানের নিচু স্কোর গড়ে হেরে গেছে মুম্বাই। ব্যাটারদের দ্রুত জ্বলে ওঠার তাগিদ জানিয়ে অধিনায়ক বলেন, 'এখনও ব্যাটিং নিয়ে দুশ্চিন্তার কিছু নেই, তবে সময় এসে গেছে। এখন সবাইকে দায়িত্ব নিতে হবে। যদিও এটা আসরের শুরু, তবে ব্যাটসম্যানদের দায়িত্ব নিয়ে সামনে আসতে হবে। আশা করি, তারা খুব দ্রুত সেটা করবে।'

শনিবার আহমেদাবাদে গুজরাট টাইটান্সের বিপক্ষে ৩৬ রানের হারের পেছনে পাওয়ারপ্লেতে প্রতিপক্ষের দুর্দান্ত ব্যাটিংকেও বড় কারণ হিসেবে দেখছেন পাণ্ডিয়া। গুজরাট অধিনায়ক শুভমান গিল ও সাই সুদর্শন প্রথম ছয় ওভারে কোনো ঝুঁকি না নিয়েই ৬৬ রান তোলেন, যা তাদের ৮ উইকেটে ১৯৬ রানের শক্তিশালী সংগ্রহের ভিত্তি গড়ে দেয়।

পাণ্ডিয়া বলেন, 'ওরা দুর্দান্ত ব্যাটিং করেছে। বিশেষ করে পাওয়ারপ্লেতে ঝুঁকি না নিয়ে যেভাবে বাউন্ডারি বের করেছে, সেটা অসাধারণ। সেই সময় আমরা একটু ব্যাকফুটে চলে যাই, এরপর পুরো ম্যাচটাই ক্যাচ আপ করতে হয়েছে।'

১০ দলের লিগে বর্তমানে নবম স্থানে থাকা মুম্বাই ইন্ডিয়ান্স তাদের পরবর্তী ম্যাচে সোমবার তিনবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হবে। এই ম্যাচে জিতে নিজেদের ফর্মে ফেরানোই হবে হার্দিক পাণ্ডিয়ার দলের লক্ষ্য।

Comments

The Daily Star  | English

Govt issues ordinance amending Anti-Terrorism Act

Activities of certain entities, and activities supporting them can now be banned

Now