বাংলাদেশে কোনোভাবেই উগ্রপন্থার জায়গা হবে না: তথ্য উপদেষ্টা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত মাছুম মিয়ার কবর জিয়ারত করেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম। বুধবার সকালে কুমিল্লা নগরের উত্তর রামপুরে। ছবি: সংগৃহীত

বাংলাদেশের মাটিতে কোনোভাবেই উগ্রপন্থার জায়গা হবে না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম। বুধবার সকালে কুমিল্লা নগরের উত্তর রামপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত মাছুম মিয়ার কবর জিয়ারত ও তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

সম্প্রতি দ্য নিউইয়র্ক টাইমসে প্রকাশিত এক প্রতিবেদনে বাংলাদেশে ধর্মীয় উগ্রবাদীদের উত্থানের আশঙ্কার কথা বলা হয়। এ বিষয়ে মাহফুজ আলম বলেন, 'বাংলাদেশে কোনোভাবেই উগ্রপন্থার অবস্থান হবে না। আমাদের সরকার এ বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। যদি দেখি আলোচনা ও সতর্কতা যথেষ্ট নয়, তবে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।'

তিনি আরও বলেন, 'অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার যে প্রচেষ্টা চলছে, তা অব্যাহত থাকবে। কোনো উগ্রপন্থী গোষ্ঠী এ সুযোগ নিতে পারবে না।'

তথ্য উপদেষ্টা বলেন, 'নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন পরিস্থিতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলে যাওয়ার ফলে উগ্রপন্থার জন্য সুযোগ তৈরি হয়েছে। কিন্তু আমরা স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছি, বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা রক্ষায় সরকার বলিষ্ঠ ভূমিকা পালন করবে। কোনো উগ্রপন্থী তৎপরতা মাথাচাড়া দিয়ে ওঠার সুযোগ দেওয়া হবে না।'

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব জয়নাল আবেদীন শিশির, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা মহানগরের আহ্বায়ক আবু রায়হান, সদস্যসচিব মুহাম্মদ রাশেদুল হাসান, নিহত মাছুম মিয়ার বাবা শাহিন মিয়াসহ আরও অনেকে।

গণ-অভ্যুত্থানে হতাহতের প্রতিটি ঘটনার বিচার করা হবে উল্লেখ করে তথ্য উপদেষ্টা বলেন, 'আমরা চেষ্টা করব প্রতিটি শহীদ পরিবার যেন ন্যায়বিচার পায়। শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে বর্তমান অন্তর্বর্তী সরকার নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।' তিনি রাজনৈতিক দলগুলোকে সহযোগিতার আহ্বান জানান, যাতে একটি সমৃদ্ধ ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হয়।

গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশের বিষয়ে মাহফুজ আলম বলেন, রাজধানীর বাইরে মফস্‌সলের গণমাধ্যমকর্মীরা যেন বৈষম্যের শিকার না হন, সরকার সেটি নিয়ে কাজ করছে।

Comments

The Daily Star  | English

Yunus promises election on time

Chief Adviser Prof Muhammad Yunus yesterday reaffirmed his commitment to holding the 13th national election in the first half of February next year.

7h ago