চলন্ত ট্রেনের ছাদে ‘টিকটক’ করতে গিয়ে ছিটকে পড়ে নিহত ২

নিহতের মরদেহ উদ্ধার করছে পুলিশ। ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় চলন্ত ট্রেনের ছাদে টিকটক করার সময় ছিটকে পড়ে দুই তরুণ নিহত এবং আরও দুজন গুরুতর আহত হয়েছেন। 

আজ বুধবার দুপুর ১২টার দিকে উপজেলার মোগড়া ইউনিয়নের গঙ্গাসাগর রেলসেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন খন্দকার।

চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে পড়ে তাদের মৃত্যু হয় বলে জানান এই কর্মকর্তা।

নিহতরা হলেন- কুমিল্লার দেবিদ্বার উপজেলার করিম মিয়ার ছেলে আব্দুল কাইয়ুম এবং ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌরসভার গুরুহিত গ্রামের নজরুল মিয়ার ছেলে তারেক।

স্থানীয়দের বরাত দিয়ে রেলপুলিশ জানায়, সিলেটগামী ট্রেনটি গঙ্গাসাগর সেতু অতিক্রম করার সময় চার তরুণ ট্রেনের ছাদে দাঁড়িয়ে টিকটক ভিডিও ধারণ করছিলেন। একপর্যায়ে সেতুর ওপর থাকা ডিশ লাইনের তারের সঙ্গে জড়িয়ে তারা নিচে পড়ে যান। ঘটনাস্থলেই আব্দুল কাইয়ুম মারা যান। গুরুতর আহত তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তারেকও মৃত্যুবরণ করেন।

আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে, তবে তাদের নাম-পরিচয় এখনো জানা যায়নি। রেলওয়ে পুলিশ নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান ওসি। 

Comments

The Daily Star  | English

Yunus in Rome to attend Pope Francis’ funeral

Chief Adviser Prof Muhammad Yunus reached Rome yesterday to attend the funeral of Pope Francis.

3h ago