এসিসির চেয়ারম্যান নির্বাচিত হলেন পাকিস্তানের মহসিন নাকভি

mohsin naqvi

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান মহসিন নকভি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। পাকিস্তানের এই ক্রিকেট সংগঠক শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) প্রধান শামী সিলভার স্থলাভিষিক্ত হলেন।

বৃহস্পতিবার বিকেলে মহাদেশীয় সংস্থার সদস্যদের অনলাইন বৈঠকের মাধ্যমে এসিসি নেতৃত্বের পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করা হয়েছে বলে ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে। এই পদে নকভি দুই বছরের জন্য অধিষ্ঠিত থাকবেন।

এসিসি প্রধানের পদে বসে নকভির জন্য সবচেয়ে বড় পরীক্ষা হবে সেপ্টেম্বরে নির্ধারিত এশিয়া কাপ আয়োজন করা। এবার এশিয়া কাপের আয়োজক ভারত। তবে রাজনৈতিক কারণে পাকিস্তানের খেলা নিরপেক্ষ ভেন্যুতে রাখতে হবে। হাইব্রিড নাকি নিরপেক্ষ ভেন্যুতে টুর্নামেন্ট আয়োজন করা হবে এই নিয়ে জটিল সমস্যার সমাধানের চ্যালেঞ্জ তার সামনে।

চলতি বছর ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আগামী ২০২৭ পর্যন্ত বৈশ্বিক আসরের বেলায় একটি সিদ্ধান্তে এসেছে আইসিসি। এই সময়ে পাকিস্তানে অনুষ্ঠিত আইসিসি আসরে ভারতের ম্যাচ যেমন থাকবে নিরপেক্ষ ভেন্যুতে, ভারতে অনুষ্ঠিত আসরে পাকিস্তানের ম্যাচও থাকবে নিরপেক্ষ ভেন্যুতে।

সেই হিসেবে এসিসি যদি আইসিসির নীতি অনুসরণ করে তাহলে হাইব্রিড মডেলেই আসতে পারে সমাধান। তবে ছয় দলের আসর লজিস্টিক ঝামেলা এড়াতে পুরোপুরো নিরপেক্ষ ভেন্যুতে আয়োজন হতে পারে। সেক্ষেত্রে প্রথমেই বিবেচনায় সংযুক্ত আরব আমিরাত, আবার শ্রীলঙ্কাও আছে এই দৌড়ে।

Comments

The Daily Star  | English

Police, Bida launch special security measures for foreign investors

Held meeting with officials of foreign companies, introduced dedicated emergency contact line

1h ago