‘যারা অনির্বাচিত সরকারের চিন্তা করেন, তারাই গণপরিষদ নির্বাচনের কথা বলেন’

বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলু | ছবি: সংগৃহীত

যারা অনির্বাচিত সরকারের চিন্তা করেন, তারাই গণপরিষদ নির্বাচনের কথা বলেন—এমন মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলু।

তিনি বলেন, জাতিকে রক্ষা করতে হলে নির্বাচনের বিকল্প নেই।

বৃহস্পতিবার দুপুরে চৌমুহনী ব্যাংক রোডের একটি রেস্টুরেন্টে গণঅভ্যুত্থানে বেগমগঞ্জ উপজেলার শহীদদের পরিবারের মধ্যে জিয়াউর রহমান ফাউন্ডেশনের পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী বিতরণকালে তিনি এ মন্তব্য করেন।

বরকতউল্লা বুলু বলেন, 'কিছু দিন আগেও যারা টিউশনি করে নিজেদের পড়াশোনা ও হাত খরচ চালাতেন, তারা আজ পাঁচ-ছয় কোটি টাকার গাড়ি ব্যবহার করেন। ৩০ হাজার টাকা দামের পাঞ্জাবি পরেন। কেউ আবার শত শত গাড়ির বহর নিয়ে এলাকায় গণসংযোগ করেন।'

'কেউ কেউ কোটি কোটি টাকা ব্যয়ে ইফতার পাটি করেন। কোনো কোনো উপদেষ্টা বিভিন্ন দপ্তরে গিয়ে আমলাদের ওপর চাপ সৃষ্টি করে বড় বড় কাজ বাগিয়ে নিচ্ছেন। কেউ কেউ বিভিন্ন দপ্তরে অযোগ্য লোকদের পদায়ন করেন। জাতি এসব অপকর্ম থেকে মুক্তি চায়, এ জন্যই নির্বাচন দরকার,' বলেন তিনি।

জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদেরা বাংলার চেতনার বাতিঘর মন্তব্য করে তিনি বলেন, 'তারা জীবন দিয়ে এই দেশ ফ্যাসিস্ট মুক্ত করে আমাদেরকে ঋণী করেছেন।'

সেনাবাহিনীকে যারা বিতর্কিত করতে চান, তারা স্বাধীনতার শত্রু উল্লেখ করে এই বিএনপি নেতা বলেন, 'গত বছরের ৫ আগস্ট সেনাপ্রধান যদি ফ্যাসিস্ট সরকার প্রধান শেখ হাসিনাকে ভারতে না পাঠাতেন, তাহলে দেশে আরেকটি ঘটনা ঘটতো। এটা জাতির জন্য বড় সমস্যা হয়ে দাঁড়াতো। সেনা বাহিনী যুগ যুগ ধরে দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাচ্ছে। সেনা সদস্যরা দেশের সূর্য সন্তান।'

Comments

The Daily Star  | English

Air purifiers for Dhaka: hope or hype?

DNCC to set up 25-30 such industrial devices in public places to curb pollution; experts skeptical

18h ago