নিধি ও রাবা খানের বিয়ের একগুচ্ছ ছবি

বিয়ে করেছেন গায়ক ও সংগীত পরিচালক আরাফাত মহসিন নিধি ও কনটেন্ট ক্রিয়েটর রাবা খান।

গতকাল শুক্রবার ঢাকার একটি রেস্তোরাঁয় তাদের বিয়ের আনুষ্ঠানিকতা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধমে তারা নিজেরাই বিয়ের ছবি প্রকাশ করেছেন। তাদের বিয়ের একগুচ্ছ ছবি রইলো পাঠকদের জন্য।

আরাফাত মহসিন নিধি ঈদের 'বরবাদ' সিনেমার ব্যাকগ্রাউন্ড স্কোর করেছেন। এর আগে 'তুফান' সিনেমায় গানে ছিলেন তিনি। এছাড়া 'দাগি' সিনেমার গানও তৈরি করেছেন।

রাবা খান একজন কনটেন্ট ক্রিয়েটর। ২০২০ সালে ফোর্বস ম্যাগাজিনের অনূর্ধ্ব-৩০ ক্যাটাগরিতে এশিয়া-প্যাসিফিক অঞ্চল থেকে নির্বাচিত ৩০ তরুণ উদ্যোক্তার তালিকায় তিনি স্থান পেয়েছিলেন।
Comments