ফরিদপুরে বাস খাদে পড়ে নিহত ৫, আহত ৩২

ফরিদপুরে একটি বাস উল্টে সড়কের পাশের খাদে পড়ে পাঁচজন নিহত ও ৩২ জন আহত হয়েছেন।
আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে ফরিদপুর সদরের গেরদা ইউনিয়নের জোবায়দা-করিম জুট মিলের কাছে ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
ফরিদপুর কোতোয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) হিরামন বিশ্বাস দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ফরিদপুর থেকে মাদারীপুরগামী একটি বাস বাখুন্ডা জোবায়দা-করিম জুটমিলের পাশে খাদে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন।
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার আতিয়ার রহমান বলেন, বাস দুর্ঘটনায় আহতদের হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক পাঁচজনকে মৃত ঘোষণা করেন।
Comments