বাংলাদেশের হয়ে খেলার প্রক্রিয়া শুরু করলেন সামিত

shamit shome

কদিন আগে আলোড়ন তুলে বাংলাদেশের হয়ে অভিষেক হয় ব্রিটিশ বাংলাদেশি হামজা চৌধুরী। ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা হামজার লাল সবুজ জার্সিতে আগমনের পর এবার কানাডা জাতীয় দলে খেলা সামিত সোমও শেকড়ের দেশে ফিরতে প্রক্রিয়া শুরু করেছেন। তার এজেন্টের আশা আসছে জুনে সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের হয়ে অভিষেক হবে তারও।

২৭ বছর বয়েসী সামিতের বাবা-মা দুজনেই বাংলাদেশি। বাবা মানস সোম ও মা নন্দিতা সোম সিলেট অঞ্চল থেকে কানাডায় প্রবাসী হন। সেখানেই জন্ম ও বেড়ে উঠা সামিতের।

কানাডায় সর্বোচ্চ পর্যায়ে ফুটবল খেলা এই মিডফিল্ডার কানাডা জাতীয় দলের হয়ে দুটি প্রীতি ম্যাচ খেলেছেন। এছাড়া দেশটির বয়সভিত্তিক দলেও খেলেছেন তিনি। যেহেতু তিনি কানাডার হয়ে কোন প্রতিযোগিতামূলক আসর খেলেননি, কাজেই ফিফাই আইনে তিনি দেশ বদল করতে পারবেন।

বর্তমানে কানাডা প্রিমিয়ার লিগের দল ক্যাভালরি এফসির হয়ে খেলা সামিতের এজেন্ট আমিত হাসান জানিয়েছেন, আগামী সপ্তাহের মধ্যেই তার জন্ম নিবন্ধন বের করা হবে। এরপর দ্রুতই বাংলাদেশের পাসপোর্টের আবেদন করবে তার পুরো পরিবার,  'ওর কানাডার পাসপোর্ট, আমরা জন্ম নিবন্ধন করাচ্ছি। ওর বাবা-মা বাংলাদেশি পাসপোর্ট ১৯৯৩ সালের পর আর রিনিউ করেননি। সবারই পাসপোর্ট নতুন করে বানাতে হবে। ওর বাবা-মা, ওর নিজের জন্ম নিবন্ধন তৈরি করে তারপর সব পাসপোর্ট নিয়ে ফিফাকে অনুমোদনের জন্য দেওয়া হবে। আশা করছি রবি, সোম বা মঙ্গলবারের মধ্যে জন্ম নিবন্ধন পেয়ে যাব। এরপর ও কানাডার দূতাবাসে (বাংলাদেশের দূতাবাস) যাবে। আশা করছি সব কিছু সম্পন্ন হলে সে জুনে যোগ দিতে পারবে।'

আগামী জুনের ১০ তারিখ এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে ঘরের মাঠে সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে বাংলাদেশ। প্রক্রিয়া দ্রুত এগুলে সেই ম্যাচে হামজার পাশাপাশি সামিতের মতন তারকাকেও দেখা যাবে লাল সবুজের জার্সিতে।

Comments

The Daily Star  | English
July Declaration: Where is the roadmap for our future journey?

July Declaration: Where is the roadmap for our future journey?

Denigration of our Liberation War will never be acceptable

12h ago