মার্চ ফর গাজা

মার্চ ফর গাজা সোহরাওয়ার্দী উদ্যান
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু সন্ত্রাসবিরোধী ভাস্কর্যের ওপরে চড়ে ফিলিস্তিনের পতাকা নাড়ছেন অনেকে। ছবি: আনিসুর রহমান/স্টার

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি গণহত্যা বন্ধের দাবিতে 'মার্চ ফর গাজা' কর্মসূচিতে যোগ দিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হতে শুরু করেছেন বিপুল সংখ্যক মানুষ।

আজ শনিবার বিকেল ৩টা থেকে মূল কর্মসূচি শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকেই সোহরাওয়ার্দী উদ্যানের সব গেট দিয়ে শত শত মানুষ সমাবেশ স্থলে আসতে শুরু করেন।

ছবি: এমরান হোসেন/স্টার

গাজায় চলমান ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে ফিলিস্তিনের নির্যাতিত জনগণের প্রতি বিশ্বব্যাপী সংহতি জোরদারের লক্ষ্যে এই 'মার্চ ফর গাজা' কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে।

ছবি: এমরান হোসেন/স্টার

আজ মাগরিবের নামাজ পর্যন্ত সমাবেশ হওয়ার কথা রয়েছে।

Comments

The Daily Star  | English

CU students lock main entrance after peer 'assaulted by locals'

They began a sit-in after locking the gate, forcing teachers and students to enter the campus on foot

31m ago