১৭৯ কোটি টাকার ঋণখেলাপি: ছিদ্দিক ট্রেডার্সের সাঈদ চৌধুরী ও স্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

সোনালী ব্যাংকের ১৭৯ কোটি টাকার ঋণখেলাপির মামলায় ছিদ্দিক ট্রেডার্সের স্বত্বাধিকারী আবু সাঈদ চৌধুরী (সম্রাট) এবং তার স্ত্রী বেগম সালমা সাঈদ চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন চট্টগ্রামের অর্থঋণ আদালত।
বৃহস্পতিবার মামলার ধার্য তারিখে এ আদেশ দেন আদালত।
ছিদ্দিক ট্রেডার্স মূলত ছাতা তৈরির পাশাপাশি গত কয়েক যুগ ধরেই কিছু আমদানি পণ্যের ট্রেডিং করে আসছিল।
আদালত সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটির বন্ধকি সম্পদ নিলামের বিপরীতে হাইকোর্টে রিট পিটিশন দাখিল করলে ১৫ কোটি টাকা পরিশোধ করার নির্দেশ দেন আদালত। গত ৯ এপ্রিলের মধ্যে ১৫ কোটি টাকা পরিশোধ না করায় এ আদেশ দেয় চট্টগ্রাম অর্থ ঋণ আদালত।
এর আগে, ২০১২ সালে সোনালী ব্যাংক পিএলসির চট্টগ্রামের লালদীঘি করপোরেট শাখা থেকে ১৭৯ কোটি ৪৭ লাখ টাকা ঋণ দেয় প্রতিষ্ঠানটি। ২০১৩ সালের শুরুর দিকে বকেয়া টাকা আদায়ের জন্য ব্যাংক থেকে মামলা দায়ের করা হয়। ২০২৪ সালের জুনে অর্থঋণ আদালতের নির্দেশে বন্ধকি সম্পত্তি নিলামের উদ্যোগ নিয়েছিল ব্যাংকটি।
ব্যাংকটির উপ-মহাব্যবস্থাপক মোহাম্মদ আবু বকর সিদ্দিক দ্য ডেইলি স্টারকে বলেন, 'চট্টগ্রাম অর্থঋণ আদালত বন্ধকি সম্পত্তি নিলামের আদেশ দিলে প্রতিষ্ঠানটি হাইকোর্টে রিট পিটিশন দায়ের করে। ওই রিটে ২০২৪ সালের ২৬ নভেম্বর হাইকোর্টের একটি বেঞ্চ ছিদ্দিক ট্রেডার্সকে চার মাসের মধ্যে ১৫ কোটি টাকা পরিশোধের নির্দেশ দেয়। তবে নির্ধারিত সময়ের মধ্যে অর্থ পরিশোধ না করায় আদালত আজ তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
Comments