নসরুল হামিদের ৪ ফ্ল্যাট জব্দ, ৭০ ব্যাংক অ্যাকাউন্ট অবরুদ্ধের আদেশ

নসরুল হামিদ
নসরুল হামিদ। ফাইল ছবি

৩৬ কোটি ৩৭ লাখ টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদের ৭০টি ব্যাংক অ্যাকাউন্ট অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।

সেইসঙ্গে সাবেক এই মন্ত্রীর মালিকানাধীন তিনটি গাড়ি এবং চারটি ফ্ল্যাট জব্দ করারও আদেশ দেওয়া হয়েছে। ফ্ল্যাটগুলো রাজধানীর রমনা এবং বনানী এলাকায় অবস্থিত।

এসব ব্যাংক অ্যাকাউন্টে ৪০ কোটি ৩৩ লাখ ৫৬ হাজার টাকা জমা রেখেছেন নসরুল হামিদ।

ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এ আদেশ দেন। দুদকের সহকারী পরিচালক ও মামলার তদন্ত কর্মকর্তা মিনহাজ বিন ইসলাম এ বিষয়ে আদালতে একটি আবেদন দাখিল করলে আদালত এ নির্দেশ দেন।

আবেদনে, তদন্ত কর্মকর্তা জানান, নির্ভরযোগ্য সূত্র থেকে জানতে পেরেছেন সাবেক মন্ত্রী যে কোনো সময় স্থাবর ও অস্থাবর এসব সম্পদ অন্যত্র স্থানান্তরের চেষ্টা করছেন। এসব ঠেকাতে আদালতের আদেশ প্রয়োজন।

গত বছরের ২৬ ডিসেম্বর দুদক নসরুল হামিদ, তার স্ত্রী সীমা হামিদ এবং ছেলে জারিফ হামিদের বিরুদ্ধে ৬৪ কোটি টাকারও বেশি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তিনটি মামলা দায়ের করে।

Comments

The Daily Star  | English

Barishal University VC, pro-VC, treasurer removed

RU Prof Mohammad Toufiq Alam appointed interim VC

1h ago