প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হত্যা, ৮ জনের বিরুদ্ধে মামলা

জাহিদুল ইসলাম। ছবি: সংগৃহীত

রাজধানীর বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় আট জনের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরও ২০-৩০ জনকে আসামি করা হয়েছে।

নিহতের চাচাতো ভাই হুমায়ুন কবির আজ রোববার বনানী থানায় মামলাটি দায়ের করেন বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল সরোয়ার।

বিকেল ৩টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত ঘটনার সঙ্গে জড়িত কাউকে গ্রেপ্তার করা হয়নি। ওসি জানান সন্দেহভাজনদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

২৪ বছর বয়সী জাহিদুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন। তার বাড়ি ময়মনসিংহের ভালুকায়।

গতকাল বিকেল ৪টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সামনে নাস্তা করার সময় তার উপর হামলা চালানো হয়। প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি বলেন, ওই বিশ্ববিদ্যালয়ের একদল ছাত্র হঠাৎ ধারালো অস্ত্র দিয়ে তার উপর হামলা চালায়।

প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আল মামুন অপু ডেইলি স্টারকে বলেন, সকাল ১০টার দিকে জাহিদুল এবং আরও কয়েকজন ক্যাম্পাসে আড্ডা দিচ্ছিলেন, ঠিক তখন আরেক দল শিক্ষার্থী এসে বলেন, তারা নাকি নারী শিক্ষার্থীদের উদ্দেশ্য করে হাসাহাসি করছিলেন।

এনিয়ে দুই পক্ষের মধ্যে বাকবিতন্ডা শুরু হলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের হস্তক্ষেপে বিষয়টি সমাধান হয়।

তবে এর কয়েক ঘণ্টা পরেই জাহিদুল ছুরিকাঘাতে নিহত হন।

জাহিদুলের চাচাতো ভাই হুমায়ুন কবির সাংবাদিকদের বলেন, 'আমার ভাই শান্ত-শিষ্ট স্বভাবের ছিল। কখনো কোনো ঝগড়া-বিবাদে জড়াত না। আমরা বুঝতেই পারছি না কেন তাকে হত্যা করা হলো। আমরা এর বিচার চাই।'

ছাত্রদল আজ এক সংবাদ সম্মেলনে জাহিদুল ছাত্র সংগঠনটির কর্মী ছিলেন দাবি করে হত্যার বিচার দাবি করেছে।

Comments

The Daily Star  | English

Govt relieves Kuet VC, Pro-VC of duties to resolve crisis

A search committee will soon be formed to appoint new candidates to the two posts

1h ago