ঢাকার দুই সিনেমা বিদেশেও হাউজফুল

শাকিব, নিশো

ঈদে ঢাকাই সিনেমা 'বরবাদ' ও 'দাগি' মুক্তির ২০ দিনেও দর্শকদের ভালোবাসায় হাউজফুল হচ্ছে।

মাল্টিপ্লেক্স, সিঙ্গেল স্ক্রিন সবখানেই দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে 'বরবাদ' সিনেমাটি। 'দাগি' সিনেমাটি মাল্টিপ্লেক্স দর্শকদের ভালোবাসা সিক্ত হচ্ছে।

দেশের পাশাপাশি বিদেশেও হাউজফুল হচ্ছে ঢাকাই দুই সিনেমা। দেশে-বিদেশে হাউজফুল সিনেমার জন্য আশাব্যঞ্জক খবর। তবে, ঢাকাই সিনেমার এই উন্মাদনা শুধু দুই ঈদে হচ্ছে বলে মনে করছেন সিনেমা সংশ্লিষ্টরা। তারপরেও ঈদের সিনেমা নিয়ে দর্শকদের এই উন্মাদনা কিছুটা হলেও বাঁচিয়ে রাখছে ঢাকাই বাংলা সিনেমা।

গত ১৭ এপ্রিল বৃহস্পতিবার নিউইয়র্কের সিনেমার্ট সিনেমাসে ঈদের আলোচিত সিনেমা 'বরবাদ' মুক্তি পেয়েছে। এই সিনেমাটি যুক্তরাষ্ট্রে মুক্তিতে ইভেন্ট পার্টনার হিসেবে আছে নিউইয়র্কের জনপ্রিয় হোমকেয়ার সেবাদাতা প্রতিষ্ঠান গোল্ডেন এজ হোমকেয়ার।

এসকে ফিল্মস ইউএসএ-এর পরিবেশনায় ১৮ এপ্রিল মুক্তি পেয়েছে সিনেমাটি। সেখানে মুক্তির পর প্রতিটা শো হাউজফুল যাচ্ছে। ১৯ এপ্রিল কানাডার দর্শকদের জন্য রিলিজ পেয়েছে সিনেমাটি। সেখানেও হাউজফুল হচ্ছে সিনেমাটি।

এসকে ফিল্মস সূত্রে জানা যায়, প্রথম সপ্তাহে তুলনায় দ্বিতীয় সপ্তাহে আরও বেশি থিয়েটার পাবে 'বরবাদ'। যুক্তরাষ্ট্রের বাঙালিদের মধ্যে আগ্রহ তুঙ্গে রয়েছে সিনেমাটি। এছাড়া ইতালি, ভেনিস সবখনে শো হাউজফুল যাচ্ছে  সিনেমাটির। অগ্রিম টিকিট বুকিং হয়ে গেছে আগামী কয়েকদিনের।

মেহেদি হাসান হৃদয় পরিচালিত বরবাদ সিনেমায় শাকিব খানের নায়িকা হিসেবে আছেন কলকাতার ইধিকা পাল। আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, মামুনুর রশীদ, ফজলুর রহমান বাবু, যীশু সেনগুপ্ত।

শিহাব শাহীন পরিচালিত আফরান নিশো অভিনীত 'দাগি' অস্ট্রেলিয়ায় মুক্তি পেয়েছে ১২ এপ্রিল। মুক্তির পর থেকেই সিডনির প্রতিটি শো হাউজফুল হয়েছে। সিনেমাটির প্রযোজনা সূত্রে জানা গেছে, দাগি সিনেমার বিদেশ যাত্রায় এবার যুক্তরাষ্ট্র ও কানাডায়। আগামী ২৫ তারিখ সিনেমাটি একযোগে মুক্তি পাচ্ছে নিউইয়র্কসহ উত্তর আমেরিকার মোট ১৫টি শহরে। বায়োস্কোপ ফিল্মসের ব্যানারে এটি পরিবেশিত হতে যাচ্ছে, যা প্রতিষ্ঠানটির ৪৯তম পরিবেশনা।

নিউইয়র্কের কেউ গার্ডেন সিনেমাসে দাগির জন্য সাতদিনব্যাপী ২১টি শোয়ের বিশেষ আয়োজন করা হয়েছে। এ ছাড়া মুক্তির দিন থেকে দাগি দেখা যাবে নিউইয়র্ক, বোস্টন, ডেট্রয়েট, সান ফ্রান্সিস্কো, আটল্যান্টা, ড্যালাস, কানেকটিকাট, ফিনিক্স, শিকাগো, মিনিয়াপোলিস, লস অ্যাঞ্জেলেস,ওকলাহোমা সিটিসহ বেশ কয়েকটি সিটিতে।

এরপর ২ মে থেকে যুক্ত হচ্ছে আরও ১৩টি শহর। যেগুলোর মধ্যে রয়েছে ওয়েস্ট পাম বিচ, পোর্টল্যান্ড, সিয়াটেল, অস্টিন, স্যাক্রামেন্টো, নিউ জার্সি, ভার্জিনিয়া, শার্লট, মিয়ামি, সান দিয়েগো।

দাগি সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করেছে বাংলাদেশের আলফা আই ও ভারতীয় প্রযোজনা সংস্থা। শিহাব শাহীন পরিচালিত সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো, তর্মা মির্জা, সুনেরাহ বিনতে কামাল, রাশেদ মামুন অপু, শহীদুজ্জামান সেলিম।

Comments

The Daily Star  | English
Gunfight

Local BNP leader shot dead in Dhaka’s Badda

When Kamrul was sitting on a chair on the roadside and talking with 2-3 people, two assailants on foot came from behind and shot him before fleeing the scene

56m ago