৮ দাবিতে খামারবাড়িতে কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের অবস্থান

উচ্চ শিক্ষাসহ ৮ দফা দাবিতে রাজধানীর ফার্মগেটে খামারবাড়ির গেইটে 'এগ্রি ব্লকেড' কর্মসূচি পালন করছে কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীরা।
আজ সোমবার সকাল থেকে খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সামনে কৃষি ডিপ্লোমা ছাত্র অধিকার আন্দোলনের ব্যানারে বিক্ষোভ করতে দেখা যায় শিক্ষার্থীদের।
তাদের দাবির মধ্যে আছে, ডিপ্লোমা শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার সুযোগ অর্থাৎ পলিটেকনিক শিক্ষার্থীদের ডুয়েটের মতো একটি স্বতন্ত্র কৃষি বিশ্ববিদ্যালয়। সেইসঙ্গে সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ।
শিক্ষার্থীরা জানান সকাল ৯টা থেকে তারা অবস্থান নিয়ে তাদের দাবি জানিয়ে আসছেন।
কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থী আসাদুজ্জামান আবিদ বলেন, তারা প্রায় ২ হাজার শিক্ষার্থী দাবি আদায়ের জন্য এই কর্মসূচি পালন করছেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ঢাকা অঞ্চল) মো. জাকির হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমাদের সচিবের সঙ্গে শিক্ষার্থীদের প্রতিনিধি বসেছেন। আমরা অলমোস্ট সব দাবি মেনে নিয়েছি। শুধুমাত্র বিশ্ববিদ্যালয় স্থাপনের বিষয়টি সেটা একটা প্রসেসের ব্যাপার। কিন্তু তারা বলছে আজকেই প্রজ্ঞাপন জারি করে বিশ্ববিদ্যালয় করতে হবে। এখানে শিক্ষা মন্ত্রণালয় জড়িত, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন জড়িত। প্রসিডিউরটা কীভাবে হবে এটার একটা প্রটোকল দরকার। এগুলো তো একদিনে সম্ভব না। আমরা তাদের বারবার বোঝাচ্ছি, কিন্তু তারা এটা মানতে রাজি না।'
তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের বিষয়টি অলরেডি মন্ত্রণালয় থেকে শিক্ষা মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়েছে যাতে এ বিষয়ে ইনিশিয়েটিভ নেয়।
এসময় রাস্তায় পুলিশ ও সেনা সদস্যদের সতর্ক অবস্থান দেখা যায়।
Comments