বিসিবির ম্যাচ রেফারিদের বৈঠকে কথিত অসদাচরণের জেরে উত্তেজনা

Debabrata Paul

শনিবার ম্যাচ রেফারিদের বৈঠকে উত্তপ্ত বাক্য বিনিময়ের পর ম্যাচ রেফারি দেবাব্রত পালের সঙ্গে বসতে অস্বীকৃতি জানিয়ে ম্যাচ অফিসিয়ালরা আম্পায়ার্স কমিটির চেয়ারম্যানের কাছে চিঠি পাঠানোর পর বিসিবিতে উত্তেজনা অব্যাহত রয়েছে।

দ্য ডেইলি স্টারের হাতে আসা চিঠিতে দেখা যায় ম্যাচ রেফারি নিয়ামুর রশিদ রাহুল, আখতার আহমেদ এবং অন্যান্যদের স্বাক্ষর রয়েছে, যেখানে উল্লেখ করা হয়েছে যে দেবব্রতর আচরণ 'সম্মান, নিরাপত্তা এবং শৃঙ্খলার পরিবেশকে মারাত্মকভাবে ক্ষুন্ন করেছে যা আমরা বজায় রাখার চেষ্টা করি'।

চিঠিতে আরও বলা হয়েছে যে 'জনাব পাল আইসিসি ম্যাচ রেফারি নিয়ামুর রশিদ রাহুলের প্রতি তার আগ্রাসন দেখিয়েছেন'।

চিঠিটি বিসিবি সভাপতি, বিসিবি সিইও এবং আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার আহমেদ মিঠুর কাছে পাঠানো হয়েছে। জানা গেছে, তৌহিদ হৃদয়ের নিষেধাজ্ঞা বিষয়ে গণমাধ্যমে নেতিবাচক কথা বলায় দেবব্রতকে আম্পায়ার্স বিভাগে ডাকা হয়েছিল। এটিকে স্বার্থের সংঘাত বলা যেতে পারে কারণ দেবব্রত নিজেও একজন ম্যাচ রেফারি।

তবে দ্য ডেইলি স্টার এই ব্যাপারে জানতে চাইলে দেবব্রত চিঠিতে উল্লিখিত অভিযোগ অস্বীকার করেছেন। আজ মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে উপস্থিত সাংবাদিকদেরও তিনি বিষয়টি জানান।

দেবব্রত দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমি পুরো ঘটনার বিস্তারিত জানিয়ে বিসিবি সভাপতির কাছে একটি চিঠি পাঠিয়েছি। আমি উল্লেখ করেছি কীভাবে ম্যাচ রেফারি নিয়ামুর রশিদ রাহুল আমার বিরুদ্ধে অশালীন ভাষা ব্যবহার করেছেন। এখন তারা আলোচনা অন্য দিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে এবং বোর্ডের কয়েকজন পরিচালক সরাসরি এতে জড়িত বা এটিকে রক্ষা করছেন। তারা আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। ঘটনার অডিও রেকর্ড করা হচ্ছিল এবং আমার রায় হল পুরো অডিও রেকর্ডিং প্রকাশ করা হোক।'

Comments

The Daily Star  | English

Aid allocation to be trimmed in next budget

The plan comes as $42.85b foreign funds remained unused at start of current FY

15h ago