ইসরায়েলি নিরাপত্তামন্ত্রীর দিকে পানির বোতল ছুড়ল ইয়েল শিক্ষার্থীরা

বিক্ষোভকারীদের দিকে আঙুল দিয়ে বিজয়সূচক ‘ভি চিহ্ন’ দেখাচ্ছেন ইতামার বেন গভি। ছবি: বেন গভির কার্যালয়
বিক্ষোভকারীদের দিকে আঙুল দিয়ে বিজয়সূচক ‘ভি চিহ্ন’ দেখাচ্ছেন ইতামার বেন গভি। ছবি: বেন গভির কার্যালয়

সম্প্রতি যুক্তরাষ্ট্র সফরে গেছেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেনগভি। সফরসূচির অংশ হিসেবে শীর্ষ মার্কিন শিক্ষাপ্রতিষ্ঠান ইয়েল ইউনিভার্সিটিতে বক্তব্য রাখতে গিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়েন তিনি।

আজ বৃহস্পতিবার বেনগভি'র কার্যালয়ের আনুষ্ঠানিক বিবৃতির বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম দ্য জেরুজালেম পোস্ট।

প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বক্তব্য শেষ করার পর ফিলিস্তিনপন্থি বিক্ষোভকারীরা বেনগভি'র দিকে পানির বোতল ছুঁড়ে মারেন।

তবে সেখান থেকে সরে যেতে অস্বীকার করেন ইসরায়েলি মন্ত্রী। বিক্ষোভকারীদের দিকে আঙুল দিয়ে বিজয়সূচক 'ভি চিহ্ন' দেখান তিনি।

এই ঘটনার ভিডিও ফুটেজে বিষয়টি দেখা গেছে।

বিবৃতিতে বলা হয়, 'মন্ত্রী যখন (বক্তব্য রেখে) বের হয়ে আসছিলেন, তখন তার জন্য শত শত ফিলিস্তিনপন্থি বিক্ষোভকারী অপেক্ষা করছিলেন। তারা মন্ত্রী ও তার সঙ্গীদের দিকে পানির বোতল ছুঁড়তে শুরু করেন। মন্ত্রী বিক্ষোভকারীদের ভি চিহ্ন দেখান। তার কোনো ক্ষতি হয়নি।'

বিবৃতিতে বেনগভি'র নিজের প্রতিক্রিয়াও দেওয়া হয়েছে।

ইয়েল ইউনিভার্সিটিতে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ। ফাইল ছবি: রয়টার্স
ইয়েল ইউনিভার্সিটিতে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ। ফাইল ছবি: রয়টার্স

তিনি জানান, 'ইহুদিবিদ্বেষী দাঙ্গাবাজরা আমাকে ভয় দেখাতে পারবে না। আমি যুক্তরাষ্ট্রে আমার গুরুত্বপূর্ণ সফর অব্যাহত রাখব।'

এটাই ইসরায়েলি মন্ত্রীর প্রথম আনুষ্ঠানিক যুক্তরাষ্ট্র সফর।

বেনগভি জানান, হলোকাস্ট স্মরণ দিবসে দেওয়া বক্তব্যে তিনি মূলত ওই গণহত্যা নিয়ে কথা বলেছেন।

বেনগভি'র সফরের সময় ইয়েল ইউনিভার্সিটির পুরো ক্যাম্পাসজুড়ে অসংখ্য ফিলিস্তিনপন্থি শিক্ষার্থীদের তাঁবু খাঁটিয়ে অবস্থান নিতে দেখা যায়।

বেশি কয়েকদিন বিশ্ববিদ্যালয়টিতে ইসরায়েলি গণহত্যাবিরোধী ও ফিলিস্তিনপন্থি বিক্ষোভ বন্ধ থাকলেও বেনগভি'র আগমন উপলক্ষে গত মঙ্গলবার থেকে আবারও এ ধরনের কার্যক্রম শুরু হয়। বেনগভি'র বক্তব্যের আগে ইয়েল প্রশাসন ফিলিস্তিনপন্থি শিক্ষার্থীদের সংগঠন ইয়েলিসফোরফিলিস্তিনের স্বীকৃতি বাতিল করে।

 

Comments

The Daily Star  | English

PSC announces major changes to ease BCS recruitment process

The PSC chairman says they want to complete the entire process — from prelims to recruitment — in 12 months

3h ago