চা-বিরতির আগেই জিম্বাবুয়ের দুই উইকেট তুলে নিল বাংলাদেশ

Taijul Islam
ছবি: বিসিবি

বাংলাদেশের ইনিংসের শেষ দিকেই উড়ছিলো ধুলো। তাতে মিলছিলো দ্বিতীয় ইনিংসে স্পিনারদের আরও দাপটের আভাস, হলোও তাই। ২১৭ রানে পিছিয়ে থাকা জিম্বাবুয়ের দ্বিতীয় ইনিংসের শুরুতেই হানা দিয়েছেন তাইজুল ইসলাম।

চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনের চা-বিরতি পর্যন্ত জিম্বাবুয়ের সংগ্রহ ২ উইকেটে ১৭ রান। ইনিংস হার এড়াতেই এখনো প্রয়োজন ২০০ রান।

উইকেটে স্পিনারদের রসদ দেখে শুরুতেই তাইজুলকে বল তুলে দেন নাজমুল হোসেন শান্ত। ৭ম ওভারে প্রথম সাফল্য আনেন তিনি। ওপেনার ব্রায়ান বেনেট খোঁচা মেরে ক্যাচ দেন স্লিপে। তিনে নামা নিক ওয়েলচ তাইজুলের বল ছাড়তে গিয়ে পায়ে লাগিয়ে এলবিডব্লিউতে কাটা পড়েন। শুরুতে তাকে মাঠের আম্পায়ার আউট না দিলেও রিভিউ নিয়ে সফল হয় বাংলাদেশ।

Comments

The Daily Star  | English

Jucsu election set for July 31 after 33-year gap

The first election to the Jahangirnagar University Central Students' Union (Jucsu) in 33 years will be held on July 31

1h ago