চরকিতে ৫ তরুণের ৫ শর্টফিল্ম

নবীন ও তরুণ নির্মাতাদের উৎসাহ দিতে নতুন উদ্যোগ নিয়েছে ওটিটি প্ল্যাটফর্ম চরকি। ভিন্ন ভাবনা ও নির্মাণের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শনের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে সম্প্রতি চরকিতে মুক্তি পেয়েছে পাঁচজন নবীন ও তরুণ নির্মাতার পাঁচটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র।
স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রগুলো হলো, আহসান স্মরণ নির্মিত 'আকাশে', আবীর ফেরদৌস মুখর পরিচালিত 'সুব্রত সেনগুপ্ত', মাহমুদুল হাসান আদনানের 'দ্য স্কাই গেটস গ্লুমি অ্যাট নাইট', মাহমুদ হাসান নির্মিত 'ইতিবৃত্ত কিংবা বাস্তবতার পুনরারম্ভ' এবং ফুয়াদুজ্জামান ফুয়াদের 'শব্দের ভেতর ঘর'।
'আকাশে' শর্টফিল্মটি ড্রামা, কমেডি ঘরানার। যার কাহিনী নুরুদ্দীন নামের এক তরুণের আকাশে যাওয়ার স্বপ্ন নিয়ে।
'সুব্রত সেনগুপ্ত' শর্টফিল্ম নির্মিত হয়েছে প্রয়াত চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদের চিত্রনাট্য অবলম্বনে।
ড্রামা ঘরানার শর্টফিল্ম 'দ্য স্কাই গেটস গ্লুমি অ্যাট নাইট'।
অনাকাঙ্ক্ষিত ভুল, বিশ্বাসঘাতকতা ও সেখান থেকে ফিরে আসার গল্প নিয়ে নির্মিত হয়েছে 'ইতিবৃত্ত কিংবা বাস্তবতার পুনরারম্ভ'। কেন্দ্রীয় চরিত্র বিভার ব্যক্তি, পারিবারিক ও সামাজিক জীবনের নির্মম বাস্তবতা কথা বলা হয়েছে এই শর্টফিল্মে।
বন্ধুত্ব ও স্বপ্ন–বাস্তবতার কঠিন লড়াই নিয়ে 'শব্দের ভেতর ঘর' সিনেমার কাহিনী গড়ে উঠেছে।
Comments