আইসিসি র‍্যাঙ্কিংয়ে সুখবর: ক্যারিয়ারের সেরা অবস্থানে মিরাজ

চট্টগ্রাম টেস্টে অসাধারণ পারফরম্যান্স করে সুখবর পেয়েছেন মেহেদী হাসান মিরাজ। আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে তার। অলরাউন্ডারদের তালিকায় দুই নম্বরে উঠে এসেছেন বাংলাদেশের তারকা। এটি ২৭ বছর বয়সী ক্রিকেটারের ক্যারিয়ারের সেরা অবস্থান।

বুধবার ক্রিকেটারদের র‍্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

গত সপ্তাহে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ইনিংসে সাতে নেমে সেঞ্চুরি হাঁকিয়ে ১০৪ রান করেন মিরাজ। এরপর বল হাতে দ্বিতীয় ইনিংসে অফ স্পিনে শিকার করেন ৫ উইকেট। বাংলাদেশের তৃতীয় খেলোয়াড় হিসেবে একই টেস্টে সেঞ্চুরি ও ৫ উইকেটের বিরল কীর্তি গড়েন তিনি। তার নৈপুণ্যে টাইগাররা জেতায় দুই ম্যাচের সিরিজে আসে সমতা।

টেস্ট অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ের মিরাজ ক্যারিয়ারের সেরা ৩২৭ রেটিং পয়েন্ট অর্জন করেছেন। শীর্ষে থাকা ভারতের রবীন্দ্র জাদেজা বড় ব্যবধানে এগিয়ে আছেন। তার রেটিং পয়েন্ট ঠিক ৪০০।

মিরাজ টেস্ট ব্যাটারদের র‍্যাঙ্কিংয়েও আট ধাপ এগিয়ে ক্যারিয়ারের সেরা ৫৫তম স্থানে পৌঁছেছেন। একই টেস্টে ১২০ রানের ইনিংস খেলা ওপেনার সাদমান ইসলাম ১৭ ধাপ এগিয়ে ৬০ নম্বরে উঠে এসেছেন। এছাড়া, অভিজ্ঞ মুমিনুল হক ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এক ধাপ করে এগিয়ে যথাক্রমে ৪৭তম ও ৫২তম স্থানে রয়েছেন।

এই সংস্করণে বোলারদের র‍্যাঙ্কিংয়ে মিরাজ দুই ধাপ এগিয়ে ২৪তম স্থানে উঠে এসেছেন। চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে ৬ উইকেট নেওয়া তাইজুল ইসলাম সাত ধাপ এগিয়েছেন। বাঁহাতি স্পিনার আছেন ১৬ নম্বরে। পুরো ম্যাচে ৩ উইকেট নেওয়া অফ স্পিনার নাঈম হাসানের উন্নতি হয়েছে ছয় ধাপ। তিনি ৫৪তম স্থান দখল করেছেন।

টেস্ট ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন ইংল্যান্ডের জো রুট। বোলারদের তালিকায় যথারীতি শীর্ষে আছেন ভারতের জাসপ্রিত বুমরাহ।

Comments

The Daily Star  | English

Decision on AL’s registration after receiving govt ban order: CEC

The decision to ban was made at a special meeting of the council following three days of demonstrations demanding a ban on the party

1h ago