সীমান্তে ‘পুশ-ইন’ করা নিয়ে ভারতের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে: খলিলুর রহমান

ছবি: টেলিভিশন থেকে নেওয়া

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান বলেছেন, কুড়িগ্রাম ও খাগড়াছড়ি সীমান্ত দিয়ে ভারত বাংলাদেশে লোকেদের 'পুশ-ইন' করার চেষ্টা করেছে।

বিষয়টি নিয়ে নয়াদিল্লির সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে বলে জানান তিনি।

আজ বুধবার পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে এক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। 

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলেন, 'প্রতিটি "পুশ-ইন" ঘটনার ব্যাপারে বাংলাদেশ আদাভাবে যাচাই করছে।'

ভারত-পাকিস্তান উত্তেজনার মধ্যেই কুড়িগ্রাম ও খাগড়াছড়ি সীমান্ত দিয়ে গত ২৪ ঘণ্টায় প্রায় শতাধিক মানুষকে পুশ-ইনের ঘটনা ঘটেছে বলে বিজিবি জানিয়েছে।

কুড়িগ্রামে জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের রৌমারী বিওপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার সোহেল রানা ডেইলি স্টারকে জানান, সীমান্ত এলাকা থেকে ৩০ জনকে আটক করা হয়েছে। তারা জানিয়েছে যে, বিএসএফ সদস্যরা তাদের বুধবার ভোরে ভারত থেকে বাংলাদেশে পাঠিয়েছে।

খলিলুর রহমান বলেন, 'আমাদের সিদ্ধান্ত স্পষ্ট। যদি প্রমাণ হয় তারা বাংলাদেশের নাগরিক, তাহলে আমরা তাদের গ্রহণ করব। তবে এটি হতে হবে আনুষ্ঠানিক প্রক্রিয়ার মাধ্যমে।'

'এভাবে পুশ-ইন করা কোনো সঠিক পদ্ধতি নয়। আমরা এটা নিয়ে ভারত সরকারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চালিয়ে যাচ্ছি,' বলেন তিনি।

Comments

The Daily Star  | English

Election 2026: CA’s office sends letter to EC

With this letter, the government has formally requested the EC to arrange the election

16m ago