৬ দিনেই ১০০ কোটির ক্লাবে ‘রেইড ২’

বলিউডে সিনেমা 'রেইড ২' মুক্তির পর থেকেই বক্স অফিসে দুর্দান্ত ব্যবসা করছে। অজয় দেবগন ও রিতেশ দেশমুখ অভিনীত সিনেমাটি মুক্তির ৬ দিনেই বিশ্বব্যাপী ১০০ কোটি রুপি আয় করেছে।
'রেইড ২' সিনেমাটি মুক্তির প্রথম দিন বৃহস্পতিবার আয় করে ১৯.৭১ কোটি রুপি, যা দ্বিতীয় ও তৃতীয় দিনে যথাক্রমে ১৩.০৫ কোটি ও ১৮.৫৫ কোটিতে পৌঁছে। তবে রোববার (৪ মে) ছুটির দিন হওয়ায় এদিন সিনেমাটি সবচেয়ে বেশি আয় করে। চতুর্থ দিনে ছবিটির আয় দাঁড়ায় ২২.৫২ কোটি রুপি। এরপর পঞ্চম ও ষষ্ঠ দিনে ছবিটির আয় যথাক্রমে ৭.৪৭ কোটি ও ৬ কোটি রুপিতে পৌঁছে।
ফিল্মফেয়ার সূত্রে জানা গেছে, সিনেমাটির বাজেট সব মিলিয়ে ১২০ কোটি রুপি। এটি বক্স অফিস থেকে লাভ তুলে নিতে আর বেশি সময় নেবে না। এদিকে এরই মধ্যে উদ্বোধনী সিনেমা হিসেবে মুক্তির প্রথম সপ্তাহে সবচেয়ে বেশি আয়কারী তৃতীয় হিন্দি সিনেমার আসনে জায়গা করে নিয়েছে 'রেইড ২'।
Comments