ক্যানসার নিয়ে হাসপাতালে ভর্তি নায়ক জাভেদ এখন কেমন আছেন

চিত্রনায়ক জাভেদ। ছবি: সংগৃহীত

অসংখ্য আলোচিত সিনেমায় অভিনয় করেছেন এক সময়ের সাড়া জাগানো নায়ক ইলিয়াস জাভেদ। দর্শকদের কাছে তিনি জাভেদ নামেই বেশি পরিচিত। 'নয়ি জিন্দেগী' উর্দু সিনেমা দিয়ে রূপালি পর্দায় অভিষেক ঘটে তার। ষাটের দশকে নায়িকা শাবানার বিপরীতে 'পায়েল' সিনেমায় অভিনয় করে বেশ সাড়া পান। এরপর প্রচুর সিনেমা করেছেন। পেয়েছেন মানুষের ভালোবাসা।

কয়েকবছর ধরে ক্যানসারসহ নানা রোগে ভুগছেন জাভেদ। সম্প্রতি তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। বর্তমানে কেমন আছেন, এই খবর জানতে যোগাযোগ করা হয় তার স্ত্রীর সঙ্গে।

ইলিয়াস জাভেদের স্ত্রী ডলি চৌধুরীও এক সময় সিনেমা করেছেন। গতরাতে দ্য ডেইলি স্টারের সঙ্গে কথা বলেন তিনি। স্বামীর সবশেষ অবস্থার বিষয়ে বলেন, 'তার শরীর ভালো না। সবাই দোয়া করবেন, যেন সৃষ্টিকর্তা সুস্থ করে দেন।'

তিনি আরও বলেন, অপারেশন করার কথা ছিল। কিন্তু, এখন অপারেশন করা যাবে না। সেই অবস্থায় জাভেদ নেই। চিকিৎসকরা এক মাস পর সিদ্ধান্ত দেবেন। এক মাস অপেক্ষা করতে হবে। অপেক্ষা ছাড়া কিছুই করার নেই।

ডলি বলেন, কিছুদিন আগে অনেকেই নিউজ করেছেন। যে যার মতো করে নিউজ করেছেন। বেশিরভাগই ভুল তথ্যে ভরা, বানোয়াট। কথা না বলেই মনগড়া নিউজ করেছেন। এগুলো ঠিক নয়। আমরা চাই সঠিক খবর মানুষ জানুক।

সবশেষে তিনি বলেন, কয়েকবছর ধরে জাভেদ অসুস্থ। তার চিকিৎসা চলছে। সবাই প্রার্থনা করবেন।

উল্লেখ্য, ষাটের দশকে নৃত্যপরিচালক হিসেবে ক্যারিয়ার শুরু করেন ইলিয়াস জাভেদ। তারপর রূপালি পর্দায় নাম লেখান নায়ক হিসেবে। টানা কয়েক দশক অভিনয় করেছেন তিনি।

এদেশের পোশাকি সিনেমায় সফল একজন নায়ক জাভেদ।

চন্দন দ্বীপের রাজকন্যা, মালেকা বানু, বাহরাম বাদশা, রাজকুমারী চন্দ্রবাণ, রূপের রাণী চোরের রাজা, জালিম, সাহেব বিবি গোলাম, কাজল রেখা, অনেক দিন আগে, সোনাভান, নিশান, সুলতানা ডাকুসহ অনেক সিনেমা করেছেন তিনি।

Comments

The Daily Star  | English

Parts of JP HQ set on fire

Protesters linked to Gono Odhikar Parishad demand ban on JP, accuse it of siding with Awami League

1h ago