ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন লাইনচ্যুত, ঢাকার সঙ্গে চট্টগ্রাম-সিলেটের রেল যোগাযোগ বন্ধ

ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের আউটার এলাকায় একটি কনটেইনারবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছে।

শুক্রবার দিবাগত রাতে এই দুর্ঘটনা ঘটে। ফলে ঢাকার সঙ্গে চট্টগ্রাম, সিলেট ও নোয়াখালীর রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার শাকির জাহান দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন, ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার পৈরতলা রেলগেটের কাছে রাত পৌনে ১১টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ৬০৩ আপ কনটেইনার ট্রেনটি ঢাকার দিকে যাওয়ার পথে লাইনের বাইরে চলে যায়।'

'লাইনচ্যুত হওয়ায় কোচের একটি পাশ ডাউন লাইনে গিয়ে পড়ে, এতে আপ ও ডাউন উভয় লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়,' বলেন তিনি।

অন্যদিকে ঢাকা থেকে খুলনাগামী জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন ও একটি বগি লাইনচ্যুত হয়েছে।

শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের বামুনকান্দা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তবে এতে জানমালের ক্ষতি হয়নি।

ভাঙ্গা রেলওয়ে স্টেশনের পয়েন্টস ম্যান মারুফ হোসেন ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'রাত ৮টার দিকে ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে ট্রেনটি ছেড়ে আসে। রাত ১১ টা ৪০ মিনিটে ট্রেনটির খুলনা পৌঁছানোর কথা ছিল।'

'ভাঙ্গা রেলওয়ে জংশনের যাত্রা বিরতি শেষ করে বের হয়ে সাড়ে ৯টার দিকে জংশনের অদূরে এক কিলোমিটারের মধ্যে সিগন্যালের ভুলে জন্য 
ট্রেনটির ইঞ্জিন ও লাগেজ বগি লাইনচ্যুত হয়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি,' বলেন তিনি।

ভাঙ্গা রেলওয়ে জংশনে পুলিশের দ্বায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক (এসআই) খাইরুজ্জামান শিকদার জানান, 'ট্রেন লাইনচ্যুত হওয়ায় ওই রেলপথ বন্ধ রয়েছে। পাকশী থেকে উদ্ধারকারী ট্রেন রওনা হয়েছে। লাইনচ্যুত ট্রেন উদ্ধার করলে রেল চলাচল স্বাভাবিক হবে।'

Comments

The Daily Star  | English

Govt divides tax authority in IMF-backed reform

An ordinance published last night disbands NBR and creates two new divisions

1h ago