আফগানিস্তানে দাবা খেলা নিষিদ্ধ

chess banned in afghanistan

তালেবান সরকার জুয়ার উৎস হওয়ার কথা বলে পুরো আফগানিস্তানে অনির্দিষ্টকালের জন্য দাবা খেলা নিষিদ্ধ ঘোষণা করেছে। এক ক্রীড়া কর্মকর্তার বরাতে দেশটি জানিয়েছে দাবা খেলা তাদের সরকারের নীতিশাস্ত্র আইনে অবৈধ।

২০২১ সালে রক্তাক্ত পথে ক্ষমতা দখলের পর থেকে তালেবান সরকার কঠোর ইসলামী আইনের দৃষ্টিভঙ্গিকে প্রতিফলিত করে এমন আইন ও বিধিবিধান আরোপ করেছে। দেশটিতে নারীদের খেলাধুলো তো বটেই পড়াশোনাও নিষিদ্ধ। এমনকি নার্সিং শিক্ষাও কোন নারী নিতে পারবে না বলে কঠোর নিয়ম করেছে।

ক্রীড়া অধিদপ্তরের মুখপাত্র আতাউল্লাহ মাশওয়ানি এএফপিকে বলেন, 'শরীয়তে (ইসলামী আইন) দাবাকে জুয়ার মাধ্যম হিসেবে গণ্য করা হয়।'  যা গত বছর ঘোষিত সৎ কাজের আদেশ ও অসৎ কাজের প্রতিরোধ আইনের অধীনে নিষিদ্ধ।

আতাউল্লাহ আরও বলেন, 'দাবা খেলার বিষয়ে ধর্মীয় বিবেচনা রয়েছে।। যতক্ষণ না এই বিষয়গুলোর সমাধান হচ্ছে, ততক্ষণ আফগানিস্তানে দাবা খেলা স্থগিত থাকবে।'

এই তালেবাদ মুখপাত্র জানান, জাতীয় দাবা ফেডারেশন প্রায় দুই বছর ধরে কোনো আনুষ্ঠানিক ইভেন্ট আয়োজন করেনি।

এদিকে কাবুলের একটি ক্যাফেতে সাম্প্রতিক বছরগুলোতে দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সেই ক্যাফের মালিক আজিজুল্লাহ গুলজাদা দাবার মাধ্যমে কোনো জুয়া খেলার কথা অস্বীকার করেছেন। তিনি উল্লেখ করেছেন অন্যান্য মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশেও দাবা খেলা হয়।

Comments

The Daily Star  | English

Lottery to decide SP, OC postings during election: Home Adviser

Move aims to prevent candidates from getting preferred officers in their constituencies

52m ago