যুক্তরাষ্ট্র থেকে অব্যাহতিপত্র পাঠালেন পদ্মা অয়েল কোম্পানির এমডি

স্বজনদের সঙ্গে দেখা করতে যুক্তরাষ্ট্রে গিয়ে আর ফেরেননি পদ্মা অয়েল কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী মো. আবদুস সোবহান।
গত বুধবার যুক্তরাষ্ট্র থেকে ইমেইলে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যান বরাবরে তিনি অব্যাহতিপত্র পাঠিয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন বিপিসির চেয়ারম্যান মো. আমিন উল আহসান। দ্য ডেইলি স্টারকে তিনি বলেন, পদ্মা অয়েল কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. আবদুস সোবহান ব্যক্তিগত ও পারিবারিক কারণে চাকরি থেকে অব্যাহতি চেয়ে চিঠি পাঠিয়েছেন। এ বিষয়ে অফিসিয়াল প্রসিডিউর চলমান। দুই-একদিনের মধ্যেই সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে।
এদিকে আমেরিকা থেকে পদ্মা অয়েল কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকের অব্যাহতিপত্র পাঠানোর ঘটনায় কোম্পানির কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে সমালোচনা চলছে।
নাম প্রকাশ না করার শর্তে পদ্মা অয়েল কোম্পানির একাধিক কর্মকর্তা ডেইলি স্টারকে বলেন, ব্যবস্থাপনা পরিচালকের বিরুদ্ধে এলপি গ্যাস এবং বিটুমিন বিপণন নিয়ে অভিযোগ দুদকে তদন্তাধীন রয়েছে। এসব অভিযোগ নিয়ে বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশ হওয়ায় তিনি (এমডি) নিরাপদে সরে গেছেন।
পদ্মা অয়েল কোম্পানির বোর্ড সদস্যদের কাছ থেকে জানা গেছে, অসুস্থ স্ত্রীর সঙ্গে দেখা করতে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. আবদুস সোবহান গত ৪ থেকে ১০ মে ছুটি নিয়ে আমেরিকায় যান ৪ মে। ১০ মে পর্যন্ত ছুটি নিয়েছিলেন তিনি।
গত ১৩ মে পদ্মা অয়েল কোম্পানির বোর্ড মিটিংয়ে ব্যবস্থাপনা পরিচালক অনুপস্থিত থাকায় তিনি কোথায় জানতে চান কোম্পানির বোর্ড চেয়ারম্যান ও সাবেক সচিব জাফর উল্লা খান।
এসময় কোম্পানি সচিব আলী আবছার চেয়ারম্যানকে জানান, ব্যবস্থাপনা পরিচালক ছুটিতে আছেন। এ নিয়ে বোর্ড মিটিংয়ে বেশ আলোচনা হওয়ার একদিন পর বুধবার আমেরিকা থেকে অব্যাহতিপত্র পাঠান পদ্মা অয়েল কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক।
বিষয়টি নিয়ে আবদুস সোবহানের হোয়াটসঅ্যাপ নম্বরে ফোন করলেও তিনি ধরেননি।
Comments