নাশকতার পরিস্থিতি তৈরির অভিযোগে গ্রেপ্তার বরখাস্ত সৈনিক: আইএসপিআর

নাইমুল ইসলাম। ছবি: আইএসপিআর থেকে দেওয়া

সেনাবাহিনীর বরখাস্ত এক সৈনিককে নাশকতা ও বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

ওই সৈনিকের নাম মো. নাইমুল ইসলাম।

আজ শনিবার দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানায়, নাইমুল ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কতিপয় বরখাস্ত বা অব্যাহতি-প্রাপ্ত সাবেক সেনা সদস্যদের সঙ্গে নিয়ে বিভিন্ন গণমাধ্যমে উসকানিমূলক বক্তব্য দেওয়াসহ বিভিন্ন নাশকতামূলক কার্যক্রম পরিচালনা করার পরিকল্পনা করে আসছিলেন। 

এরই ধারাবাহিকতায় নাইমুল আগামী ১৮ মে ঢাকা সেনানিবাসের প্রবেশপথে বিক্ষোভ সমাবেশের নামে বড় ধরনের নাশকতা সৃষ্টির পরিকল্পনা এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এ সংক্রান্ত বিভিন্ন উসানিমূলক প্রচারণা চালিয়ে আসছিলেন বলে উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে। এতে আরও বলা হয়, এ ধরনের শৃঙ্খলা-বহির্ভূত কর্মকাণ্ড থেকে নিবৃত্ত করার লক্ষ্যে সেনাবাহিনীর একটি প্রতিনিধিদল আজ আনুমানিক দুপুর ২টায় খিলক্ষেত, বটতলা বাজার এলাকায় নাইমুলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তিনি কিছু সহযোগীসহ উপস্থিত একজন সেনা সদস্যদের ওপর দেশীয় অস্ত্র দিয়ে অতর্কিত হামলা চালান। তাৎক্ষণিকভাবে নিকটস্থ সেনা ক্যাম্প থেকে একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছে নাইমুল ও তার দুই সহযোগীকে আটক করে।

আইএসপিআর আরও জানায়, স্ত্রীর কাছে যৌতুক দাবি, শারীরিক ও মানসিক নির্যাতন এবং বিভিন্ন সামরিক শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অপরাধে নাইমুলকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছিল।

নাইমুলের বিরুদ্ধে আনুষঙ্গিক আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছে আইএসপিআর।

Comments

The Daily Star  | English
Milestone survivors trauma healing

A path to trauma healing for Milestone survivors

Instead of conventional class activities, children should spend more time engaging in age-appropriate games and creative art.

3h ago