চবি ডেপুটি রেজিস্ট্রারের অবৈধ অর্থ লেনদেন, সাময়িক বরখাস্ত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

অবৈধ অর্থ লেনদেনে সম্পৃক্ততার অভিযোগে ডেপুটি রেজিস্ট্রার (নিরাপত্তা) গোলাম কিবরিয়া কে সাময়িকভাবে বরখাস্ত করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়।

বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. রেজাউল আজিমকে অভিযোগ তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।

সূত্র জানিয়েছে, জেরিন গ্রুপ নামে একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফরিদের সঙ্গে চুক্তি অনুযায়ী নিরাপত্তা দপ্তরে অস্থায়ী নিয়োগের কথা বলে কিবরিয়া বেশ কয়েকজনের কাছ থেকে টাকা নেন।

এদিন দুপুরে অবৈধ অর্থ লেনদেনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

তাতে দেখা যায়, ডেপুটি রেজিস্ট্রার (নিরাপত্তা) গোলাম কিবরিয়া বিশ্ববিদ্যালয়ের অগ্রণী ব্যাংকে ঢুকে নগদ অর্থ উত্তোলন করেন। নগদ এক লাখ টাকা নেওয়ার পাশাপাশি তিনি আরও অর্থ নেওয়ার জন্য দর কষাকষি করছেন।

সাইফুল ইসলাম বলেন, 'আমরা অর্থ লেনদেনের ঘটনার সত্যতা পেয়েছি। তাকে (কিবরিয়া) সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তবে এ সময় নিয়ম অনুযায়ী তিনি জীবিকা ভাতাদি পাবেন।'

অভিযোগের বিষয়ে জানতে গোলাম কিবরিয়ার ফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।

Comments

The Daily Star  | English

Mahfuj Alam apologises for past 'divisive' statements

"The patriotic people who stood united during the July uprising now face a long test"

21m ago