অটোপাসের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ওপর হামলা

অটোপাসের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ওপর হামলার ঘটনা ঘটেছে।
আজ বুধবার দুপুরে গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রশাসনিক ভবনের সামনে এ ঘটনা ঘটে।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর এক বিবৃতিতে জানায়, উপাচার্য গাড়ি থেকে নামার সময় স্নাতক (পাস) ২০২২ এর পরীক্ষার্থীরা অটোপাসের দাবিতে তাকে ঘিরে ধরেন।
এ সময় তাদের মধ্যে কয়েকজনের হামলায় উপাচার্য আহত হন।
জনসংযোগ দপ্তর আরও জানায়, একই কোর্সের শিক্ষার্থীরা অটোপাসের দাবিতে কয়েক মাস আগেও জাতীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি করেছিল।
বিবৃতিতে বলা হয়, অটোপাসের কোনো সিদ্ধান্ত জাতীয় বিশ্ববিদ্যালয় নেবে না।
আজকের ন্যাক্কারজনক হামলার ঘটনায় মামলার উদ্যোগ নিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
যোগাযোগ করা হলে গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ রাশেদ দ্য ডেইলি স্টারকে বলেন, 'এক বিষয়ে অটোপাসের দাবিতে শিক্ষার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের সামনে আন্দোলন করেছে। হামলার ঘটনায় বিষয়ে এখনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'
Comments