এডওয়ার্ড কলেজে সুচিত্রা সেন ছাত্রীনিবাসের নাম বদলে ‘জুলাই-৩৬ ছাত্রীনিবাস’

পাবনার সরকারি এডওয়ার্ড কলেজের সুচিত্রা সেন ছাত্রীনিবাসের নাম বদলে 'জুলাই ৩৬ ছাত্রীনিবাস' নামকরণ করা হয়েছে।
একইসঙ্গে কলেজের আরও দুটি ছাত্রাবাস ও ছাত্রীনিবাসের নাম পরিবর্তন করা হয়েছে।
কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আব্দুল আউয়াল মিয়া মঙ্গলবার হলগুলোর নতুন নামফলক উন্মোচন করেন।
কলেজের শেখ রাসেল ছাত্রাবাসের পরিবর্তীত নাম বিজয় ২৪ ছাত্রাবাস ও বেগম ফজিলাতুন্নেছা ছাত্রীনিবাসের পরিবর্তিত নাম আয়েশা সিদ্দিকা (রা.) ছাত্রীনিবাস করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের অধ্যক্ষ মো. আব্দুল আউয়াল মিয়া দ্য ডেইলি স্টারকে বলেন, 'জুলাই বিপ্লবের পরবর্তী প্রেক্ষাপটে শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে এবং একাডেমিক কাউন্সিলের অনুমোদনক্রমে হলগুলোর নাম পরিবর্তন করা হয়েছে।'
সুচিত্রা সেন ছাত্রীনিবাসের নাম পরিবর্তনের প্রতিবাদ জানিয়েছে পাবনার সুশীল সমাজ ও সাংস্কৃতিক ব্যাক্তিরা।
Comments