চাঁদা দাবির অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক ২ প্রতিনিধি গ্রেপ্তার

স্টার অনলাইন গ্রাফিক্স

মানিকগঞ্জে চাঁদা দাবির অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই ছাত্রপ্রতিনিধিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

তারা হলেন—শিবালয় উপজেলার নবগ্রাম গ্রামের বাসিন্দা আশরাফুল ইসলাম রাজু (২১) ও মানিকগঞ্জ পৌর এলাকার উত্তর সেওতা গ্রামের মেহেরাব হোসাইন (১৯)। তাদের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনেও মামলা হয়েছে।

সূত্র জানিয়েছে, তারা দুজন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির যুগ্ম সদস্যসচিব ছিলেন। সম্প্রতি তারা কমিটি থেকে পদত্যাগ করেছেন।

আজ বুধবার সকালে তাদের বাড়ি থেকে পুলিশ রাজু ও মেহেরাবকে গ্রেপ্তার করে।

সদর থানার পুলিশ জানিয়েছে, তারা শহরের পশ্চিম দাশড়া এলাকার বাসিন্দা মো. আনিসুর রহমান সাব্বিরের কাছে হোয়াটস নম্বরে যোগাযোগ করে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। সাব্বির চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা প্রাণনাশের হুমকি দেন। পরবর্তীতে 'মানিকগঞ্জ নিউজ', 'আমরাই মানিকগঞ্জ' (ইংরেজি অক্ষরে), 'আমাদের প্রাণের মানিকগঞ্জ' ও 'টাঙ্গাইলের সব খবর' নামে ফেসবুক পেজ থেকে তার মিথ্যা পোস্ট দিয়ে তাকে হয়রানি করতে থাকেন। এই ঘটনায় এসব পেজের অ্যাডমিন জড়িত বলে ধারণা করছে পুলিশ। তবে পেজের অ্যাডমিনদের এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।

সূত্র আরও জানিয়েছে, সদর থানার পুলিশ ও জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা যৌথভাবে তদন্ত করে দুই ছাত্রপ্রতিনিধির চাঁদা দাবির অভিযোগের ব্যাপারে নিশ্চিত হয়েছে।

এদিন সকালে দুইজনকে আটকের পর সাব্বির বাদী হয়ে তাদের দুজনের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করেন।

এ ব্যাপারে জানতে চাইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মানিকগঞ্জ জেলা কমিটির আহ্বায়ক ওমর ফারুক ডেইলি স্টারকে বলেন, 'ওই দুই ছাত্রপ্রতিনিধি কমিটিতে যুগ্ম সদস্যসচিব পদে ছিলেন। তবে তারা পদত্যাগ করেছেন।'

'তাদের বিরুদ্ধে ওঠা চাঁদাবাজির অভিযোগ সত্যি হলে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া উচিৎ,' বলেন তিনি।

এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ বলেন, 'চাঁদা দাবি, ফেসবুক পেজের মডারেটর হিসেবে পেজ পরিচালনা, গুজব ছড়ানো—এসব অভিযোগের সত্যতা পাওয়া গেছে।'

তিনি আরও বলেন, 'এর আগেও তারা দুজন আরও অনেকের কাছে চাঁদা দাবি করেছেন, তেমন প্রমাণ পাওয়া গেছে।'

Comments

The Daily Star  | English

'Frustrated, Yunus hints at quitting'

Frustrated over recent developments, Chief Adviser Prof Muhammad Yunus is considering stepping down, said sources familiar with what went down at the Chief Adviser’s Office and Jamuna yesterday.

7h ago