কর্মসূচি-বৃষ্টি-জলাবদ্ধতায় ঢাকায় যানজটের খড়গ

মানিক মিয়া অ্যাভিনিউয়ে যানজটের চিত্র। ছবি: পলাশ খান/স্টার

ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে কাকরাইল মসজিদের সামনে ও মৎস্য ভবন মোড়ে সকাল ৯টা থেকে অবস্থান নিয়ে আছেন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।

শাহরিয়ার আলম সাম্য হত্যায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে শাহবাগ মোড় ও ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে ছাত্রদল।

মৎস্য ভবন মোড়ে বিএনপি নেতাকর্মীদের অবস্থান। ছবি: এমরান হোসেন/স্টার

এর ভেতর টানা আধাঘণ্টার প্রবল বৃষ্টিতে ধানমন্ডির কিছু জায়গা ও নিউমার্কেট এলাকাসহ নানা জায়গায় তৈরি হয়েছে জলাবদ্ধতা। এতে প্রবল যানজটের কবলে পড়ে নাকাল হচ্ছেন রাজধানীবাসী।

এদিন দুপুর সাড়ে ১২টার দিকে নিউ এলিফ্যান্ট রোড এলাকায় যানজটে আটকে থাকা থেকে দ্য ডেইলি স্টারের আলোকচিত্রী প্রবীর দাশ জানান, নিউমার্কেট ইতোমধ্যে পানিতে তলিয়ে গেছে। পানি ঢুকেছে ধানমন্ডি হকার্সসহ আশপাশের বিপনীবিতানগুলোতেও।

নিউমার্কেট এলাকায় জলাবদ্ধতার চিত্র। ছবি: প্রবীর দাশ/স্টার

জাতীয় সংসদ ভবন সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউ ও কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউতেও আটকে আছে শত শত যানবাহন।

শাহবাগ মোড়ে ছাত্রদলের অবস্থান। ছবি: প্রবীর দাশ/স্টার

ঢাকার বিভিন্ন এলাকা থেকে ডেইলি স্টারের প্রতিবেদক ও আলোকচিত্রীদের কাছ থেকে জানা যায়, যানজট ছড়িয়ে পড়েছে মগবাজার, কারওয়ানবাজার, পান্থপথ, এয়ারপোর্ট রোড, খিলগাঁও, মালিবাগ, রামপুরা, হাতিরঝিল, মহাখালীসহ আরও অনেক এলাকায়।

Comments

The Daily Star  | English

'Frustrated, Yunus hints at quitting'

Frustrated over recent developments, Chief Adviser Prof Muhammad Yunus is considering stepping down, said sources familiar with what went down at the Chief Adviser’s Office and Jamuna yesterday.

7h ago