আসছে ঈদে টিভিতে ৭ দিনে নতুন ৭ সিনেমা

আসন্ন পবিত্র ঈদুল আজহায় দর্শকদের জন্য সাতটি নতুন সিনেমা টিভি পর্দায় নিয়ে আসছে চ্যানেল আই। ঈদ উপলক্ষে টানা সাত দিন ধরে প্রতিদিন সকাল সোয়া ১০টায় চ্যানেল আইয়ে ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হবে এসব সিনেমার।

ঈদের দিন সকাল সোয়া ১০টায় প্রচারিত হবে ওয়াজেদ আলী সুমন পরিচালিত 'ছায়া'। এতে অভিনয় করেছেন আসিফ নুর, বুবলী, সুষমা সরকার ও সিমরিন লুবাবা প্রমুখ।

ঈদের পরদিন একই সময়ে দেখানো হবে 'কুস্তিগীর'। এতে অভিনয় করেছেন বাপ্পি, জাহারা মিতু, সুব্রত, সাবেরী আলম, মিশা সওদাগর প্রমুখ।

ঈদের তৃতীয় দিন প্রচার হবে অরুণ চৌধুরী পরিচালিত 'জলে জ্বলে তারা'। এই সিনেমায় রাফিয়া রশিদ মিথিলা, এফ এস নাঈম, মনিরা মিঠু, ফজলুর রহমান বাবু, আজাদ আবুল কালাম ও শাহেদ আলী প্রমুখ।

ঈদের চতুর্থ দিন দর্শকরা দেখতে পাবেন মিশুক মনি পরিচালিত 'দেয়ালের দেশ'। সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন শরিফুল রাজ, বুবলী, শাহাদাত হোসেন ও জিনাত সানু স্বাগতা।

ঈদের পঞ্চম দিন দেখানো হবে শবনম ফেরদৌসী পরিচালিত 'আজব কারখানা'। এতে অভিনয় করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়, ইমি, দিলরুবা দোয়েল, খালেদ হাসান রুমী, সেলিম বয়াতী, কিতাব আলী, মম, মাইমুনা ও অর্পন প্রমুখ।

ঈদের ষষ্ঠ দিন ওয়ার্ল্ড টেলিভিশন প্রিমিয়ার হবে এম ডি ইকবাল পরিচালিত 'রিভেঞ্জ'। এই গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে সিনেমায় রোশান, বুবলী ও মিশা সওদাগরকে।

ঈদের সপ্তম ও শেষ দিন প্রচারিত হবে ইয়াসির আরাফাত জুয়েল পরিচালিত 'শোধ'। সিনেমাটিতে অভিনয় করেছেন দ্বীপা খন্দকার, রাফিয়া রশিদ মিথিলা, নাদিয়া নদী ও চমকসহ আরও অনেকে।

Comments

The Daily Star  | English
Secretariat employees protest against 'stricter' govt service law

Secretariat employees protest against 'stricter' govt service law

From 9:30am, officers and staff started gathering in front of building no. 6 at the Secretariat's Badamtola.

1h ago