জাদুকরী ফ্রি-কিকে দলকে বাঁচালেন মেসি

ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে ইন্টার মায়ামি পিছিয়ে ছিলো ৩-১ গোলে, ছিলো পরাজয়ের দিকে। শেষ দিকে বাজিমাত করলেন দলের সেরা তারকা লিওনেল মেসিকে। জাদুকরী ফ্রি-কিকে ব্যবধান কমিয়ে দলকে খেলায় ফেরালেন তিনি। পরে সেগোভিয়ার গোলে হার এড়ালো মায়ামি।
শনিবার এমএলএস ইস্টার্ন কনফারেন্সের শীর্ষে থাকা ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে ৩-৩ গোলে ম্যাচ ড্র করেছে মেসির দল।
ইসরায়েলি ফরোয়ার্ড তাই বারিবো ফিলাডেলফিয়ার হয়ে দুটি গোল করে দলকে দুই গোলের ব্যবধানে এগিয়ে দেন। কিন্তু ৮৭ মিনিটে দেখা যায় মেসি ম্যাজিক। বক্সের বাইরে পাওয়া ফ্রি কিক বা পায়ের চেনা জাদুকরীও শটে বারের উপরের দিক ঘেঁষে জালে জড়ান তিনি।
এই সপ্তাহে মার্কিন জাতীয় দলে ডাক পাওয়া কুইন সুলিভান সপ্তম মিনিটে দুর্দান্ত এক শটে ফিলাডেলফিয়াকে এগিয়ে দেন। মায়ামির রক্ষণভাগের দুর্বলতা অব্যাহত থাকায় বারিবো ৪৪তম মিনিটে স্বতঃস্ফূর্ত ফিনিশিংয়ে স্কোর ২-০ করেন।
৬০তম মিনিটে অতিথিরা খেলায় ফেরে। আর্জেন্টিনার তাদেও অ্যালাঁদের হেড জড়িয়ে যায় জালে। কিন্তু ফিলাডেলফিয়া ফের ব্যবধান বাড়ায়।
৭৩ মিনিটে নিজের দ্বিতীয় দলের তৃতীয় গোল করেন বারিবো। এই গোল ধরে জয়ের দিকে ছুটতে থাকা ফিলাডেলফিয়াকে হতাশ করেন বিশ্ব ফুটবলের বড় নাম মেসি।
জয়ের পর মায়ামির কোচ হ্যাভিয়ের মাশ্চেরানো বলেন, 'আমরা নিজেদের জাত চিনিয়েছি, গোল হজম করেও ছেলেরা দেখিয়েছে কীভাবে ফিরে আসা যায়।'
Comments