বৃষ্টি ঝরতে পারে সারা দিনই, থেমে থেমে থাকতে পারে কালও

ছবি: পলাশ খান/স্টার

দেশের বিভিন্ন স্থানে সকাল থেকেই শুরু হয়েছে বৃষ্টি। রাজধানী ঢাকায় ভোর থেকে বৃষ্টি ঝরে চলেছে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে আজ সারা দিনই বৃষ্টি থাকতে পারে। আগামীকালও থেমে থেমে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরশু থেকে বৃষ্টি প্রবণতা কমে আসতে পারে।

আজ বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত গত তিন ঘণ্টায় ঢাকায় ১৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর তিন ঘণ্টা পর পর বৃষ্টিপাতের পরিমাণ হিসাব করে। এই সময়ে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে গোপালগঞ্জে ৬৩ মিলিমিটার। এছাড়া, মাইজদীকোর্টে ৫৭ মিলিমিটার, হাতিয়ায় ৫৩, রামগতিতে ৫১, খেপুপাড়ায় ৪৪, চাঁদপুরে ৩০, বরিশালে ২৭ ও ভোলায় ২০ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

মানদণ্ড অনুযায়ী, ৪৪ থেকে ৮৮ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হলে ভারী এবং এর বেশি হলে অতি ভারী বৃষ্টিপাত বিবেচনা করা হয়।

অধিদপ্তর জানিয়েছে, এর বাইরেও বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি ধরনের—অর্থাৎ এক থেকে ২২ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হয়েছে।

আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির দ্য ডেইলি স্টারকে বলেন, 'নিম্নচাপটি স্থলভাগের খুব কাছাকাছি থাকায় এর ঘূর্ণীঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা কম ছিল। এটি এখন স্থলভাগে বৃষ্টি ঝরিয়ে গুরুত্বহীন হয়ে পড়বে।'

নিম্নচাপের প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরের ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। দুর্ঘটনা এড়াতে চট্টগ্রাম, কক্সবাজার, পায়রা ও মোংলা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

সেই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে থাকা মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে অনুরোধ করা হয়েছে।

Comments

The Daily Star  | English

Threat of fresh Rohingya influx looms as clashes erupt in Myanmar

Residents, gripped by panic, reported that this was the most intense gunfire they had heard in months.

8h ago