আমার পদত্যাগ করার কোন চিন্তা নেই: ফারুক

Faruque Ahmed

ক্রীড়া মন্ত্রনালয় থেকে সরে যেতে বললেও ফারুক আহমেদ পদত্যাগ করতে চান না বলে জানিয়েছেন। বিসিবি সভাপতি দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমি কেন পদত্যাগ করব? কারণ জানতে চাই।'

গতকাল রাতে মন্ত্রনালয় থেকে ফারুককে সরে যেতে বলা হয়। বৃহস্পতিবার দিনভর আলোচনার মধ্যে বিকেলে ফারুক দ্য ডেইলি স্টারকে বলেন, 'এই মুহূর্তে আমি আমি পদত্যাগ করার কথা চিন্তা করছি না। আমাকে সরে যেতে বলা হলেও কেন আমাকে সরে যেতে হবে সেটা বলা হয়নি। এছাড়া এই পদে আমি নিজের ইচ্ছায় আসিনি, আমাকে নিয়ে আসা হয়েছে। বাকি সবাই থাকলে আমাকেই শুধু যেতে হবে কেন?'

এদিকে সাবেক অধিনায়ক ও আইসিসি কর্মকর্তা আমিনুল ইসলাম বুলবুলকে ক্রীড়া মন্ত্রণালয় সভাপতি করতে চায় বলে জানা যায়। আমিনুল আজ সকালেই দ্য ডেইলি স্টারকে বলেন, বিসিবিতে যুক্ত হতে হতে মন্ত্রণালয় থেকে তাকে প্রস্তাব দেওয়া হয়েছে, তিনিও এই প্রস্তাবে রাজী আছেন।

গত বছর অগাস্ট মাসে ক্ষমতার পালাবদলের সঙ্গে বদলে যায় বিসিবির শীর্ষ পদ। আত্মগোপনে থেকে নাজমুল হাসান পাপন পদত্যাগ করেন। একই দিনে  ক্রীড়া পরিষদের মনোনয়ন নিয়ে বিসিবিতে কাউন্সিলর হয়ে  পরিচালক ও সভাপতি হন ফারুক।

ক্রীড়া পরিষদই আবার ফারুককে সরে যেতে বলছে। তিনি নিজে সরে না গেলে তার কাউন্সিলরশিপ সরিয়ে নেওয়া হতে পারে কিনা এই ব্যাপারে কিছু বলতে চাননি ফারুক। গত অগাস্টে ক্রীড়া পরিষদ জালাল ইউনূস ও আহমেদ সাজ্জাদুল আলম ববিকে পদত্যাগ করতে বলে। জালাল পদ ছেড়ে দিলেও সাজ্জাদুল অনড় ছিলেন, পরে তাকে সরিয়ে দেওয়া হয়। এই দুজনের ফাঁকা পদেই পরিচালক হক নাজমুল আবেদিন ফাহিম ও ফারুক আহমেদ।

সম্প্রতি বিভিন্ন ইস্যুতে সরকারের ক্রীড়া মন্ত্রনালয়ের সঙ্গে বিসিবি সভাপতি ফারুকের টানাপোড়েন চলছে। তাকে জোর করে সরিয়ে দেওয়া হলে আবার সরকারি হস্তক্ষেপের বিষয়টিও সামনে আসতে পারে। সব মিলিয়ে দেশের ক্রিকেটে দেখা দিয়েছে অচলাবস্থা ও অস্থিরতা।

Comments

The Daily Star  | English

6 killed as microbus plunges into canal in Noakhali

The accident took place around 5:40am in Chandraganj Purba Bazar area

55m ago