আজ ১০ ব্যান্ডের নজরুল কনসার্ট

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের উদ্দীপনামূলক গান ও কবিতা যেকোনো আন্দোলন-সংগ্রামে যুগের পর যুগ মানুষকে উদ্বুদ্ধ করে আসছেন। নজরুলের উদ্দীপনামূলক ১০টি গান নিয়ে অ্যালবাম প্রকাশের উদ্যোগ নিয়েছে কবি নজরুল ইনস্টিটিউট।

সেই সঙ্গে আজ শনিবার রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে নজরুলের গান নিয়ে কনসার্টের আয়োজন করা হয়েছে। যেখানে গাইবে দেশের ১০টি ব্যান্ড—ওয়ারফেজ, সোলস, দলছুট, আর্ক, শিরোনামহীন, ডিফারেন্ট টাচ, এমএনবি, রেবেল, ব্ল্যাক ও এফ মাইনর। গানের পাশাপাশি বিদ্রোহী কবির বেশ কিছু কবিতা আবৃত্তিও হবে এই আয়োজনে।

কনসার্টে গাওয়া এই ১০টি গান নিয়ে অ্যালবাম প্রকাশ হচ্ছে। অ্যালবামটিতে থাকছে কাজী নজরুল ইসলামের 'কারার ঐ লৌহ-কবাট', 'এই শিকল–পরা ছল্‌', 'তোরা সব জয়ধ্বনি কর', 'জাগো অনশন-বন্দী', 'দুর্গম গিরি, কান্তার–মরু', 'ও ভাই খাঁটি সোনার চেয়ে খাঁটি', 'মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম', 'বাজিছে দামামা বাঁধরে আমামা', 'পরদেশী মেঘ' এবং 'জয় হোক জয় হোক' গানগুলো।

আজ বিকেল ৫টায় শুরু হয়ে 'নজরুল কনসার্ট ২০২৫' চলবে রাত ১০টা পর্যন্ত।

দর্শকরা বিনামূল্যে কনসার্ট উপভোগ করতে পারবেন বলে জানিয়েছেন নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক লতিফুল ইসলাম শিবলী।

এ প্রকল্পের মেন্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন নজরুলসংগীত পণ্ডিত ইয়াকুব আলী খান। অ্যালবামের গানগুলো নজরুল ইনস্টিটিউটের ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমের প্ল্যাটফর্মগুলোয় শুনতে পাবেন শ্রোতারা।

Comments

The Daily Star  | English

Divisions widen over July Charter’s status, implementation

Major political parties are divided over the July Charter’s implementation timeline

11h ago