আমি জানি না: নিজের ভবিষ্যৎ নিয়ে এমিলিয়ানো

২০২০ সালে আর্সেনাল থেকে অ্যাস্টন ভিলায় যোগ দেওয়ার পর ধীরে ধীরে নিজেকে অন্যতম সেরা গোলরক্ষক হিসেবে প্রতিষ্ঠিত করেছেন এমিলিয়ানো মার্তিনেজ। প্রিমিয়ার লিগে অসাধারণ পারফরম্যান্সের পাশাপাশি ২০২২ বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়ে বড় ভূমিকা রেখেছেন এই ৩২ বছর বয়সী তারকা।

এই পারফরম্যান্সের কারণে দীর্ঘদিন ধরেই বড় বড় ক্লাবের নজরে ছিলেন এমিলিয়ানো। তবে এবারের গ্রীষ্মকালীন দলবদলের বাজারে ভিলা পার্ক ছাড়ার সম্ভাবনা এখন পর্যন্ত সবচেয়ে বেশি। প্রিমিয়ার লিগের শেষ দিকে টটেনহ্যামের বিপক্ষে ম্যাচ শেষে ভিলা সমর্থকদের উদ্দেশে যেভাবে বিদায়ী ভঙ্গিতে দেখা গেছে তাকে, তাতে গুঞ্জন ছড়িয়েছে—তবে কি এবার বিদায়ের পালা?

সেই গুঞ্জন আরও জোরালো হয়েছে, ম্যানচেস্টার ইউনাইটেড এবং বার্সেলোনার নাম জড়ানোর কারণে। বার্সেলোনা অবশ্য এরইমধ্যে এস্পানিওলের গোলকিপার হুয়ান গার্সিয়াকে দলে টানার সিদ্ধান্ত নিয়েছে। তবে ম্যানচেস্টার ইউনাইটেড এখনও মার্তিনেজকে নিয়ে ভাবছে বলে জানা গেছে।

সম্প্রতি আর্জেন্টিনা জাতীয় দলে যোগ দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজের ভবিষ্যৎ নিয়ে মুখ খুলেছেন এমিলিয়ানো। সোজাসাপ্টা ভাষায় তিনি বলেন, 'আমার ভবিষ্যৎ? আমি জানি না। আমি এখানে এসেছি জাতীয় দলের হয়ে খেলতে। এই মুহূর্তে আমার কাছে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।'

তবে অ্যাস্টন ভিলা ছাড়ার গুঞ্জনও উড়িয়ে দেননি। নতুন কোনো ক্লাবে যোগ দেওয়ার প্রসঙ্গে তিনি বলেন, 'নতুন ক্লাবে যেতে চাই কি না? ট্রান্সফার উইন্ডো তো মাত্রই খুলেছে। এখনও অনেক সময় বাকি আছে।'

বর্তমানে এমিলিয়ানোর পুরো মনোযোগ আর্জেন্টিনার সামনের দুটি বিশ্বকাপ বাছাই ম্যাচে—চিলি ও কলম্বিয়ার বিপক্ষে। যদিও ২০২৬ বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেই ফেলেছে আর্জেন্টিনা, তবুও এই ম্যাচগুলোতে পূর্ণ মনোযোগ দিতে চান তিনি। এই দুই ম্যাচের পরই নিজের ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলে ধারণা করা হচ্ছে।

Comments

The Daily Star  | English

Child rape cases rise nearly 75% in 7 months

Shows ASK data; experts call for stronger laws, protection

19m ago