যাত্রী নিয়ে রংপুর যাচ্ছিল ট্রাক, হঠাৎ ইঞ্জিনে আগুন

ছবি: সংগৃহীত

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় যানজটে আটকে থাকা একটি মিনি ট্রাকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

আজ বুধবার বিকেল ৪টায় উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকাতুল আলম বলেন, 'পল্লী বিদ্যুৎ এলাকায় যানজটে পড়েছিল ট্রাকটি। সে সময় ট্রাকের ইঞ্জিনে হঠাৎ আগুন ধরে যায়।'

তিনি বলেন, 'ঢাকা থেকে ওই ট্রাকটিতে কয়েকজন যাত্রী রংপুরে যাচ্ছিলেন। তবে আগুন ধরার পরই ট্রাকের চালক ও পেছনে থাকা যাত্রীরা দ্রুত নেমে যাওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।'

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌছে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নেয়। এ সময়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উভয় দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইফতেখার রায়হান বলেন, 'আগুন লাগার কারণ জানা যায়নি।'

Comments

The Daily Star  | English

Investment slump deepens

Imports of capital machinery have fallen to multi-year lows, dipping even below Covid-19 levels

20m ago