ঈদে যা থাকছে ওটিটি প্ল্যাটফর্মে

ইলাসট্রেশন: নাতাশা জাহান

ঈদুল আজহায় দেশের প্রতিষ্ঠিত ওটিটি প্ল্যাটফর্মগুলোতে বেশ কয়েকটি নতুন ওয়েব সিরিজ, ওয়েব ফিল্ম ও সিনেমা মুক্তি পাবে।

ইতোমধ্যে ওয়েব কনটেন্টগুলো মুক্তি পেতে শুরু করেছে। এবারের ঈদের নজিরবিহীন লম্বা ছুটিতে চাইলেই আগ্রহী দর্শকরা দেখে নিতে পারেন আকর্ষণীয় সব ওয়েব কনটেন্ট।  

ঈদে মুক্তি পেয়েছে ব্যাচেলর পয়েন্ট সিরিজের নতুন সিজন। ছবি: সংগৃহীত
ঈদে মুক্তি পেয়েছে ব্যাচেলর পয়েন্ট সিরিজের নতুন সিজন। ছবি: সংগৃহীত

'হইচই' প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে মোশাররফ করিম অভিনীত ও অমিতাভ রেজা চৌধুরীর পরিচালিত ওয়েব সিরিজ 'বোহেমিয়ান ঘোড়া'। সিরিজের  অন্যতম গুরুত্বপূর্ণ এক চরিত্রে অভিনয় করেছেন রুনা খান। বাস্তব জীবনে তানজিকা আমিন যেমন, ঠিক তার বিপরীত চরিত্রে দেখা যাবে তাঁকে বোহেমিয়ান ঘোড়ায়। মৌসুমী হামিদকে দেখা যাবে নারী মৌয়ালের চরিত্রে। সাদিয়া আয়মান অভিনয় করেছেন ছটফটে, চঞ্চল এক তরুণীর ভূমিকায়। জুঁই করিমকে দর্শক দেখবেন একদম নতুন আঙ্গিকে। সঙ্গে আছেন ফারহানা হামিদ। তার চরিত্রে রয়েছে সংযম, অনুভূতি আর নিঃশব্দ এক অভিজ্ঞান, যা দর্শকদের মন ছুঁয়ে যাবে। এ ছাড়া অদিতি ও বৃষ্টি—দুই নতুন মুখের আবির্ভাব ঘটেছে এই সিরিজে। সেই সঙ্গে আছেন রাকিব হোসাইন ইভন, আশোক ব্যাপারী, সুমন পাটোয়ারী, পঙ্কজ মজুমদার, সায়্যেদা, শরীফুলসহ আরও অনেকেই।

ওটিটি প্ল্যাটফর্ম চরকি'র ঈদ আয়োজনের অংশ হিসেবে ইতোমধ্যে মুক্তি পেয়েছে  চলতি বছর রোজার ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া ৪ আলোচিত সিনেমা। এগুলো হলো– শাকিব খান অভিনীত 'বরবাদ', আফরান নিশো অভিনীত 'দাগি', মোশাররফ করিম অভিনীত 'চক্কর ৩০২' এবং সিয়াম আহমেদ অভিনীত 'জংলি'। 

ওটিটি প্ল্যাটফর্ম চরকি'র ঈদ আয়োজন। ছবি: সংগৃহীত
ওটিটি প্ল্যাটফর্ম চরকি'র ঈদ আয়োজন। ছবি: সংগৃহীত

আগামীকাল ঈদের প্রথম দিন থেকে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ অ্যাপে দেখা যাবে কাজল আরেফিন অমি নির্মিত' ব্যাচেলর পয়েন্ট সিজন-৫' এর ৮টি পর্ব। এই সিজনে অভিনয় করেছেন মারজুক রাসেল, চাষী আলম, জিয়াউল হক পলাশ, আবদুল্লাহ রানা, শিমুল শর্মা, সাইদুর রহমান পাভেল, ফারিয়া শাহরিনসহ অনেকে। ঈদের দিন একসঙ্গে নতুন ৮ এপিসোড দেখা যাবে বঙ্গ অ্যাপে। শুধুমাত্র এইড সাবস্ক্রাইবাররা নতুন সিজনের পর্বগুলো দেখতে পাবেন। পরের মাসে অর্থাৎ জুলাইয়ের প্রথম বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় বঙ্গ অ্যাপে এই সিজনের পরবর্তী ৮ পর্ব মুক্তি পাবে।

ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে দেখা যাচ্ছে  দুই সিনেমা ও একটি ওয়েব সিরিজ। ডার্ক কমেডি থ্রিলার ঘরানায় নির্মিত হয়েছে ওয়েব ফিল্ম 'পার্টি'। খালি বাসায় পার্টি করতে গিয়ে বিপদে পড়ে কয়েক বন্ধু। রিয়াদ মাহমুদের পরিচালনায় এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জুনায়েদ বোগদাদী, লামীমা লাম, শরীফ সিরাজ প্রমুখ। এরপরই আছে তৌফিক এলাহি নির্মিত 'নীলপদ্ম'। দৌলতদিয়ার যৌনকর্মীদের জীবন, সামাজিক পরিচয় ও অধিকারের গল্প নিয়ে নির্মিত হয়েছে ওয়েব সিনেমাটি। অন্যদিকে স্বামী-স্ত্রীর প্রেম, বিশ্বাস ও প্রতিশোধের গল্প দেখা যাবে তিন পর্বের ওয়েব সিরিজ 'পাপ কাহিনি'। এই সিরিজটি নির্মাণ করেছেন শাহরিয়ার নাজিম জয়। অভিনয় করেছেন রুনা খান, মৌসুমী মৌ ও তানজিয়া জামান মিথিলাসহ অনেকেই।

হইচই’ প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে মোশাররফ করিম অভিনীত ও অমিতাভ রেজা চৌধুরীর পরিচালিত ওয়েব সিরিজ ‘বোহেমিয়ান ঘোড়া’। ছবি: সংগৃহীত
হইচই’ প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে মোশাররফ করিম অভিনীত ও অমিতাভ রেজা চৌধুরীর পরিচালিত ওয়েব সিরিজ ‘বোহেমিয়ান ঘোড়া’। ছবি: সংগৃহীত

ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লেতে দেখা যাচ্ছে ওয়েব ফিল্ম 'হাইড এন সিক'। মাহমুদুর রহমান হিমির পরিচালনায় এই ওয়েব ফিল্মটিতে অভিনয় করেছেন তানজিন তিশা, দিঘী, চমক, জিয়াউল রোশান, ইন্তেখাব দিনার, দীপা খন্দকারসহ আরো অনেকে। আহমেদ খান হীরকের গল্প ও চিত্রনাট্যের ওয়েব ফিল্মটি নির্মিত হয়েছে।

'হাইড এন সিক' ওয়েব ফিল্মে দেখা যাবে, চিত্রতারকা ইমতিয়াজ খানের বিয়ের ঘোষণার রাতেই সড়ক দুর্ঘটনার শিকার হন রাশা নামে এক তরুণী। রাশা আসলে আত্মহত্যা করতে চেয়েছে, এমন জল্পনাকল্পনা শুরু হয়। কারণ হিসেবে ইমতিয়াজের সঙ্গে রাশার গোপন সম্পর্কের প্রতি ইঙ্গিত করা হয়। সাংবাদিক নাদিয়া এ নিয়ে প্রশ্ন করতে গেলে ঘটে বিপত্তি। নাদিয়া বুঝতে পারেন, যা চোখের সামনে দেখা যাচ্ছে তার চেয়েও বড় কোনো ঘটনা ঘটছে ভেতরে ভেতরে। লুকোচুরি খেলছে আশপাশের প্রতিটি চরিত্র।

 

Comments

The Daily Star  | English
AI-manipulated image of Shahbagh engineering students’ protest, DMP claims

Debunking DMP claim, frame by frame

The Daily Star photographer, who was present at the scene, described the incident as it unfolded

3h ago