বাংলাদেশের ‘ফন্দি’ কি সিঙ্গাপুরের ফান্ডিকে পরাস্ত করতে পারবে?

ছবি: সংগৃহীত

একটা শব্দ অনেক সময় আলাদা ভাষায় প্রায় একইরকম শোনালেও সেটার মানে একেবারে ভিন্ন হতে পারে।

যেমন— বাংলা ভাষায় 'ফন্দি' মানে হলো পরিকল্পনা বা চালাকি বা ফাঁদ। আর জাভানিজ (ইন্দোনেশিয়ার একটি ভাষা) ভাষায় কাছাকাছি উচ্চারণের একটি শব্দ হলো 'ফান্ডি'। এর মানে সাহসী বা বীর।

তবে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সামনে এবার 'ফান্ডি' মানে একেবারে অন্য কিছু— সিঙ্গাপুরের তারকা স্ট্রাইকার ইখসান ফান্ডি। আগামী ১০ জুন ঢাকার জাতীয় স্টেডিয়ামে এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে বাংলাদেশের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে যাচ্ছেন এই ফান্ডি।

২৬ বছর বয়সী ফান্ডি সিঙ্গাপুরে ধীরে ধীরে ফুটবল কিংবদন্তি হয়ে উঠছেন। চোট থেকে সেরে উঠে সম্প্রতি মালদ্বীপের বিপক্ষে একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচে দুটি দারুণ হেডে গোল করেছেন তিনি। ওই ম্যাচে সিঙ্গাপুর ৩-১ গোলে জিতেছে, যা টানা ছয় ম্যাচ পর তাদের প্রথম জয়।

এই মুহূর্তে সিঙ্গাপুর ফিফা র‍্যাঙ্কিংয়ে আছে ১৬১তম স্থানে আর মালদ্বীপ ১৬৪তম স্থানে। অন্যদিকে, ১৮৩ নম্বরে থাকা বাংলাদেশ সম্প্রতি ঢাকায় ১৮১ নম্বরে থাকা ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচে ২-০ গোলে জিতেছে।

জাপানি কোচ তসুতমু ওগুরা সিঙ্গাপুরকে ৪-৫-১ ফর্মেশনে খেলান। সেখানে ফান্ডিই মূল ফরোয়ার্ড। তিনি জাতীয় দলের জার্সিতে ৩৯ ম্যাচে ২০ গোল করেছেন। অর্থাৎ তার বিপক্ষে ব্যস্ত সময় পার করতে হতে পারে বাংলাদেশের ডিফেন্ডার তপু বর্মণ আর তারিক রায়হান কাজীকে।

ফান্ডি বর্তমানে থাইল্যান্ডের শীর্ষ লিগে বিজি পাথুম ইউনাইটেড ক্লাবে খেলেন। তার মতো একজন দক্ষ ফরোয়ার্ড নেই বাংলাদেশ দলে। যদিও লাল-সবুজ জার্সিধারীদের মাঝমাঠে এখন অনেক নতুন খেলোয়াড় যুক্ত হয়েছেন। তাদের মধ্যে আছেন ইংল্যান্ড প্রবাসী হামজা চৌধুরী, কানাডা প্রবাসী শমিত সোম (সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচেই তার অভিষেক হতে পারে) ও ইতালি প্রবাসী ফাহামিদুল ইসলাম।

সিঙ্গাপুরের দলেও রয়েছে বেশ কয়েকজন বিদেশে জন্ম নেওয়া খেলোয়াড়, যারা নাগরিকত্ব পেয়ে জাতীয় দলে খেলছেন। তারা হলেন কোরিয়ায় জন্ম নেওয়া সং উই-ইয়ং, ডেনমার্কে জন্ম নেওয়া জ্যাকব মাহলার ও গ্রিসে জন্ম নেওয়া জিকোস চুয়া।

এবারের বাছাইয়ের গ্রুপ 'সি'তে আছে বাংলাদেশ, ভারত, সিঙ্গাপুর ও হংকং। প্রতিটি দল একটি করে ম্যাচ খেলে এক পয়েন্ট করে পেয়েছে। তাই ১০ জুনের ম্যাচটি বাংলাদেশ ও সিঙ্গাপুর দুই দলের জন্যই খুব গুরুত্বপূর্ণ।

হংকংয়ের বিপক্ষে বাছাইয়ের আগের ম্যাচে চোটের কারণে খেলতে পারেননি ফান্ডি। সেরে উঠে বাংলাদেশের বিপক্ষে খেলার অপেক্ষায় থাকা এই ফরোয়ার্ড সম্প্রতি বলেছেন, 'বাংলাদেশকে হালকাভাবে নেওয়া যাবে না… তবে আমাদের দল ভালো ফল করতে পারবে বলে আমি বিশ্বাস করি।'

বাংলাদেশ দলের কোচ হাভিয়ের কাবরেরা যদি জিততে চান, তাহলে ডিফেন্ডার ও ডিফেন্সিভ মিডফিল্ডারদের একসঙ্গে ভূমিকা রাখতে হবে সিঙ্গাপুরের আক্রমণভাগের বিপক্ষে, বিশেষ করে ফান্ডিকে থামাতে হবে।

বাংলাদেশের ভক্ত-সমর্থকরা আশায় আছেন, ফান্ডিকে আটকাতে স্প্যানিশ কোচ কাবরেরা যে 'ফন্দি' সাজিয়েছেন তা যেন সঠিকভাবে কাজ করে।

Comments

The Daily Star  | English

FDI rose 20% in FY25

Bangladesh saw a rebound in foreign direct investment (FDI) in the fiscal year (FY) 2024-25, with net inflows reaching $1.71 billion.

1h ago